সম্পর্কের মধ্যে বিশ্বাসগুলো কি সবই সত্যি? কিছু কথা আমাদের জানা প্রয়োজন। | Social Awareness | Bidhan Saha |
আমাদের জীবন বিভিন্ন সম্পর্ক নিয়ে তৈরী হয়। বাবা-মা, ভাই-বোন, প্রেমিক-প্রেমিকা, এছাড়াও আরও অনেক সম্পর্ক আমাদের জীবনে আসে যায়। ফলে এই সম্পর্কের বিশ্বাস শব্দটা ভীষণ দরকারি। একটা সম্পর্ক টিকিয়ে রাখতে পরস্পরকে বিশ্বাস করাটা ভীষণ জরুরী। আর এই বিশ্বাসকে ধরে রাখতে হলে আমাদের একে অপরকে দেওয়া প্রতিশ্রুতি গুলো পালন করা উচিৎ। আজকে এই বিষয়ে একটা গল্প শুনবো।
• এক রাজা ছিলেন। একদিন তার মন্ত্রীরা তাকে বললেন, তারা রাজার জন্যে প্রাণ দিতে পারেন। এই শুনে রাজা খুব খুশি হলেন। কয়েকদিন পর রাজপ্রাসাদে একজন সাধুবাবা এলেন। রাজা তাকে তার মন্ত্রীদের প্রতিশ্রুতির কথা বললেন। তখন সাধুবাবা সব শুনে হাসলেন। রাজা সব বুঝতে পেরে সাধুবাবাকে প্রায় চ্যালেঞ্জ করেই বললেন। সাধুবাবা তখন বললেন যে, কাল একটা পুকুর খোঁড়া হবে। সেখানে সব মন্ত্রী এক ঘটি করে দুধ ঢালবে। পরেরদিন একটা টলটলে দুধপুকুর তৈরী হয়ে যাবে। যেমন কথা তেমন কাজ, পরেরদিন সকালে পুকুর খোঁড়া হলো। রাত্রিবেলায় সবাই ঘটি করে দুধ ঢেলে এলো। অন্ধকারে কেউ কাউকে দেখতে পাচ্ছে না। তার পরেরদিন সকালে রাজা এবং সাধুবাবা গেলেন পুকুর দেখতে। গিয়ে দেখলেন পুকুর টলটল করছে, কিন্তু দুধে নয় জলে। রাজার তো চক্ষু ছানাবড়া। সাধুবাবা রাজাকে প্রাসাদে ফিরিয়ে নিয়ে গেলেন এবং সব কথা বললেন। সাধুবাবা বললেন যে, আসলে সবাই ভেবেছিলো যে প্রত্যেকেই তো এক ঘটি করে দুধ দেবে, তাহলে আমি বেকার কেন আমার ঘরের এক ঘটি দুধ নষ্ট করবো। আর দুধের পুকুরে এক ঘটি জল কেউ বুঝতে পারবে না।আসলে সবাই বলেছে যে, প্রাণ দেবে কিন্তু প্রাণ দেওয়ার সময় সে কতটা এগিয়ে আসবে সেটাই ভাবার বিষয়।
সুস্থ থাকুন, ভালো থাকুন।
এই বিষয়ে আরও বিশদে জানতে আমরাদের Bengal Fusion চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং নীচে দেওয়া ভিডিওর লিঙ্কটিতে ক্লিক করুন।