সংবেদনশীল ত্বকের জন্য একমাত্র ফেসওয়াশ

আমাদের যাদের সংবেদনশীল ত্বক তারা চট করে মুখে বা ত্বকে কোন পণ্য  ব্যবহার করতে একটু ভয় পাই। আসলে সংবেদনশীল ত্বক হওয়ার কারণে কোনো কিছুই বা বলা ভালো অনেক কিছুই আমাদের সুট করে না। যে কারণে ত্বকের ওপর একটা  বাজে প্রভাব পড়তে পারে। প্রিয় বর্তমানে বাজারে সংবেদনশীল ত্বক অনুযায়ী আলাদা আলাদা বিভিন্ন প্রসাধনী পণ্য বিক্রি হয় কিন্তু সে ক্ষেত্রেও একেবারে ভয়হীন ভাবে সেগুলি ব্যবহার করার কথা অনেকেই ভাবতে পারেনা। তবে সংবেদনশীল ত্বকের জন্য সবথেকে ভালো হয় যদি ঘরোয়া উপকরণ দিয়ে পরিচর্যা করা যায়।

bit_0.jpg

 সে ক্ষেত্রে ঘরেই বানিয়ে নেওয়া যেতে পারে  এমন এক ফেসওয়াশ যা সংবেদনশীল তো বটেই অন্যান্য ত্বকের জন্য ভীষণভাবে উপকারী। প্রথমেই যেটা লাগবে সেটা হল একটা বড় চামচের এক চামচ বেসন, ওই একই চামচের এক চামচ চালের গুঁড়ো। এক চতুর্থাংশ চামচের হলুদ এবং এক চামচ বিটের গুঁড়ো। সেক্ষেত্রে অনেকে বিট ব্যবহার করতে পারেন কিন্তু প্রত্যেকদিন ব্যবহারে বিট থেকে রস বের করা একটু ঝামেলা। তাই বিটের গুঁড়ো যদি অনলাইনে কিনে নেওয়া যায় তাহলে সময় অনেকটাই বাঁচে। এই চারটি উপকরণকে ভালোভাবে মিশিয়ে নিয়ে স্নানের আগে মুখে গলায় এবং প্রয়োজন মনে করলে হাতেও মেখে নিতে পারেন। ৫ মিনিট মতো মেখে এটাকে অল্প করে মাসাজ করতে থাকুন। প্রত্যেকটি উপকরণী ত্বকের জন্য ভীষণ ভালো বিশেষ করে বিট সংবেদনশীল ত্বকের জন্য ভীষণ ভালো। এটা ত্বকে একটা আলাদা উজ্জ্বলতা এনে দেয়। নিয়মিত ব্যবহারে সংবেদনশীল ত্বকের উপকার হয় এবং ত্বক অনেক বেশি উজ্জ্বল হয়।

mukh_0.jpg

 

এ ব্যাপারে বিশদে জানতে নিচের লিংকটি ক্লিক করুন সেই সাথে আমাদের চ্যানেল Bengal Fusion Beauty Secret সাবস্ক্রাইব করুন।
 

অনুলিখন: 
Oindrila Chakraborty
ll