পাইলস বা অর্শ হলে কিভাবে বুঝবেন? কি উপায় এর সঠিক চিকিৎসা সম্ভব? | Piles/ Fissure/ Fistula | Dr. Sumanta Dey |

'পাইলস' বা 'অর্শ' এই শব্দগুলো আমাদের সবার কাছেই বেশ পরিচিত। ছোট থেকে বড়ো অনেকের মধ্যেই এই পায়খানাজাত সমস্যাটা দেখা যায়। আমরা পায়খানার কোনো সমস্যা হলেই বলে দিই আরে ও তো পাইলস হয়েছে। তবে সেটা কিন্তু নয়। পায়খানার দ্বারে বিভিন্ন সমস্যা হতে পারে। যার মধ্যে সবচেয়ে বেশি দেখা যায় পাইলস, তারপর ফিসার এবং ফিসচুলা। তবে খুব কম ক্ষেত্রে দেখা যায় এটা থেকে ক্যান্সার হওয়ার। তবে আজকের আলোচনা ক্যান্সার নয়। আজকে আমরা জানবো পাইলস বা অর্শ নিয়ে।

plumber-g5d3f3140e_1920_0.jpg

• আপনার যদি পায়খানা করার সময় রক্তপাত হচ্ছে বা ব্যথা হচ্ছে মানেই পাইসল বা অর্শ নয়। আপনার যদি শুধু পায়খানা করার সময় রক্তপাত হয় কিন্তু কোনো ব্যথা হয় না, তাহলে আপনি পাইলস বা অর্শের সমস্যা ভুগছেন। আবার আপনার যদি পায়খানা করার সময় ব্যথা হয় এবং সেই ব্যথা যদি পায়খানা করার পরেও দু-তিন ঘন্টা থেকে যায় তাহলে সেটা আর মাঝে মাঝে হয়তো সামান্য রক্তপাত হয় তাহলে আপনি ফিসারের সমস্যায় ভুগছেন। আপনার যদি মলদ্বারের আশেপাশে ফোঁড়া মতো হয়ে পুঁচ-রক্ত বেরোয় তাহলে আপনি ফিসচুলার সমস্যায় ভুগছেন। আপনি যদি দীর্ঘদিন ধরে এই সমস্যায় ভোগেন তাহলে আপনি সত্বর চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন। প্রথমেই আমাদের জানা দরকার এই পাইলস, ফিসার, ফিসচুলা হয় কেন? যাদের মূলত কোষ্ঠকাঠিন্য থাকে তাদের এই সমস্যা দেখা যায়। অর্থাৎ, পায়খানা করতে গেলে চাপ দিতে হচ্ছে বা পায়খানা একেবারে পরিষ্কার হচ্ছে না। আর এই বারবার চাপ দিয়ে পায়খানা করার সময় পায়খানার মলদ্বারে আঘাত লাগছে সেটা থেকে কেটে গিয়ে ঘা তৈরী হচ্ছে, এটাকে বলে ফিসার। আবার হয়তো চাপ দিয়ে পায়খানা করার সময় মলদ্বারের শিরা গুলো ফুলে উঠছে আর রক্তপাত হচ্ছে। এটা পাইলসের লক্ষণ। আর যদি পায়খানার মলদ্বারে ফুসকুড়ি বা ফোঁড়া হয়ে বারবার ফেটে গিয়ে পুঁচ বেরোচ্ছে তাহলে সেটা ফিশ্চুলার লক্ষণ। এই সমস্যা গুলো থেকে মুক্তি পাওয়ার উপায় কি! আমাদের সবার আগে কোষ্ঠকাঠিন্য দূর করতে হবে। এর জন্যে বেশি রোজ তন্তু জাতীয় খাবার খেতে হবে, বেশি করে শাক-সবজি, ফল খেতে হবে আর সারাদিনে ৭-৮ লিটার জল খেতে হবে। যাতে আপনাকে পায়খানা করতে গেলে বেশি চাপ না দিতে হয় বা পায়খানাটা যাতে পরিষ্কার হয়। বাইরে কিছু খেলেন হয়তো পরেরদিন পায়খানার সমস্যা হবে তাহলে আগে থেকেই কোনো ওষুধ খেয়ে নিন।

blood-gac66c494c_1920_0.jpg

যদি আপনার এই সব ওষুধ খেয়েও কিছু না হয় তাহলে আপনি এই সমস্যা ভুগছেন। এক্ষেত্রে পাইলস, ফিসার, ফিশ্চুলার চিকিৎসার একটাই উপায় অপারেশন। অপারেশন আগে একটা ভয়ের বিষয় ছিল। ঘা শুকাতে দেরি হতো। কিন্তু এখন লেসার ট্রিটমেন্ট ব্যবহার করা হয়। এক্ষেত্রে ব্যথা খুব সামান্য হয় এবং খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়। তবে সবার ক্ষেত্রে লেসার ট্রিটমেন্ট করা হয়না। যাদের খুব জটিল হয়ে গেছে রোগটা তাদের ক্ষেত্রে অন্যরকম ব্যবস্থা নিতে হয়। তাই আপনাকে বুঝতে হবে আপনার রোগটা কোন পর্যায়। এই বিষয়ে চিকিৎসকের পরামর্শ নিন।

nurse-ga617edcab_1920_0.jpg

সুস্থ থাকুন, ভালো থাকুন। 

 

এই বিষয়ে  আরও বিশদে জানতে আমরাদের Bengal Fusion চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং নীচে দেওয়া ভিডিওর লিঙ্কটিতে ক্লিক করুন।

অনুলিখন: 
Oindrila Chakraborty
ll