আজব দেশের আজব আইন

কথায় বলে  শিব ঠাকুরের আপন দেশে আইন কানুন সর্বনেশে। কিন্তু সেই সর্বনাশা আইন যদি বাস্তবের মাটিতেই বলবত হয় তখন?  এরমই অদ্ভুত কিছু আইন ছড়িয়ে আছে বিশ্বের বিভিন্ন দেশে। কোথাও রাত দশটার আগে শৌচকর্ম না সারলে মিলবে শাস্তি আবার কোথাও কুকুরকে ট্রেনিং দেওয়ার জন্য কুকুরকেই কামড়ে দেওয়ার নিয়ম! এমনই আজগুবি আইনের দেশগুলিতে চলুন একটু ঘুরে আসা যাক। 
 শুরুটা করি আরিজনাকে দিয়ে।  আমেরিকায় অবস্থিত আরিজনা এমন একটি দেশ যে দেশের প্রায় এক তৃতীয়াংশ জলবায়ু শুষ্ক। যে কারণে ঝোপঝাড়ের মত গজিয়ে উঠেছে ক্যাকটাস গাছ। কিন্তু এই ক্যাকটাস গাছ যদি কেউ কাটতে যান সে ক্ষেত্রে তিনি পড়তে পারেন কঠিন শাস্তির মুখে। শুধু তাই নয় কাটাতে হতে পারে 25 টা বছর গরাদের পেছনে।

 সেইরকমই অদ্ভুত একটি দেশ হল থাইল্যান্ড। আমরা যারা ভ্রমণপ্রিয় তাদের কাছে অতি পরিচিত একটি নাম থাইল্যান্ড কিন্তু এই থাইলেন্ডে যদি কোনো পর্যটক খালি গায়ে ঘুরে বেড়ান,  তাকে পড়তে হতে পারে কঠিন শাস্তির মুখে। কারণ থাইল্যান্ড এই ধরনের কাজকর্ম অপরাধ হিসাবে গন্য করা হয়। 
 স্বপ্নের শহর সুইজারল্যান্ডেও লুকিয়ে রয়েছে এক অদ্ভুত আইন। সেখানে আবার সমস্ত রকম কাজকর্ম মূলত  যাবতীয় শৌচকর্ম  সারতে হয় রাত দশটার আগেই । রাত দশটার পর যদি কোন রকম শব্দ আপনার প্রতিবেশীর কানে গিয়েছে তো আপনি পড়েছেন শাস্তির মুখে।

 আবার আমরা যারা ফুটবল খেলার খুব ভক্ত তারা ওহিয়ো দেশের নাম শুনেছি। এমনিতে দেশটি শান্ত নিরিবিলি। কিন্তু আমেরিকার এই দেশে লুকিয়ে রয়েছে একটি ভারী অদ্ভুত আইন ।  সেখানে পুলিশ ডিপার্টমেন্টের কোন আধিকারিক যদি কোন কুকুরকে ট্রেনিং নেওয়ার সময়  দেখেন কুকুরটি একেবারেই বাগে আসছে না সে ক্ষেত্রে কামড়েও দিতে পারেন এটি হবে সে কুকুরের শাস্তি।
 অদ্ভুত আইনের কথা যেখানে হচ্ছে সেখানে ভারতবর্ষের নাম থাকবে না তা কি হয় !মোটেই নয়।  ভারতের কেরলে একটি অদ্ভুত আইন রয়েছে। সেখানে একজনের বেশি সন্তান কেউ নিতে পারেন না। একই আইন আবার প্রযোজ্য রয়েছে চীন দেশেও। সেখানেও একাধিক সন্তান না নেওয়ার সরকারি বারণ আছে। সুস্থ থাকুন, ভালো থাকুন। 

এই বিষয়ে  আরও বিশদে জানতে আমরাদের Bengal Fusion News Time চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং নীচে দেওয়া ভিডিওর লিঙ্কটিতে ক্লিক করুন।

অনুলিখন: 
Oindrila Chakraborty
ll