হলুদ দিয়ে স্ক্রাবিং এর সঠিক নিয়ম জানুন
আমাদের ত্বকের মৃত কোষ কিংবা ত্বক ভেতর থেকে পরিষ্কার রাখতে স্ক্রাবিং করতেই হয়। তবে সপ্তাহে একদিন অথবা দুদিনের বেশি কখনোই স্ক্রাবিং করা উচিত নয়। তাতে ত্বকের ক্ষতি হতে পারে। আজ বলবো এমন এক স্ক্রাবিং পদ্ধতি যেটা বাড়িতে খুব সহজেই তৈরি করা নেওয়া যেতে পারে। আর ফলাফল হবে ভীষণ ভালো। একটুও কেমিক্যাল নেই তাতে। তবে ঘরোয়া পদ্ধতিতে স্ক্রাবিং তৈরির প্রধান উপকরণ হিসেবে লাগবে চিনি। এক্ষেত্রে অনেকেরই মনে হতে পারে চিনি তো ধারালো সেটা ত্বকের জন্য ক্ষতিকর। সে ক্ষেত্রে চিনিটাকে হালকা গুঁড়িয়ে নিতে হবে। তবে একেবারে পাউডার করে নিলেও হবে না। নুনের মত অল্প দানা ভাব থাকতে হবে। আর তার সঙ্গে মিশিয়ে নিতে হবে দু চামচ হলুদ। তাতে দিতে হবে আমন্ড অয়েল। যদি একান্তই আমন রয়েল বা বাদাম তেল না থাকে তাহলে সে ক্ষেত্রে এক চামচ নারকেল তেল মিশিয়ে নিতে পারেন। আর তাতে মিশিয়ে নিতে হবে ভিটামিন ই ক্যাপসুল এর ভেতরের তেলটা। সবকিছু মিশিয়ে একটা ভালো পেস্ট বানাতে হবে। যদি সামান্য শক্ত বলে মনে হয় তাহলে অল্প জল মিশিয়ে মিশ্রণটা ব্যবহার করা যেতে পারে। শুধু মুখে নয় যে কোন খোলা অংশ ব্যবহার করা যেতে পারে অনায়াসে। কিছুদিন ব্যবহার করার পরেই একটা আলাদা গ্লো লক্ষ্য করবে বন্ধুরা।
এই ব্যাপারে বিশদে জানতে নিচের লিংকটি ক্লিক করুন সেই সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল Bengal Fusion Beauty Secret।