মুখের ব্ল্যাক স্পট দূর করতে আলুর ব্যবহার

মুখের কালো ছোপ দূর করার জন্য আমরা অনেকেই বিভিন্ন পদ্ধতি ব্যবহার করে থাকি। অনেক সময় বেশি কেমিক্যালযুক্ত উপাদান ব্যবহার করার ফলে মুখের দাগ সব যেমন মিলিয়ে যায় না ঠিক তেমনি আরো ত্বক বিগড়ে যেতে পারে। তবে মুখের যেকোনো দাগ  দূর করতে কিন্তু আলু ভীষণ গুরুত্বপূর্ণ একটি উপাদান। আমাদের প্রতিদিনের খাবারের তালিকায় আলু যেমন থাকে ঠিক তেমনি রূপচর্চার ক্ষেত্রেও যদি আমরা আলু ব্যবহার করি তাহলে তো কথাই নেই। যেকোনো ধরনের পুরনো দাগ এমনকি ব্রনও মেচেতা যদি দাগই হোক না কেন মুখের মধ্যে সবটা উধাও করে দিতে একাই একশ আলু। এবার বলি কিভাবে ব্যবহার করা যেতে পারে আলু।

potatoes-g47a1e81f6_1280_0.jpg

 আমরা অনেকেই আলু খাবার আগে সেটা সেদ্ধ করে রান্নায় ব্যবহার করি। এক্ষেত্রে যদি আলু সেদ্ধর সময় একটু হলুদ দিয়ে দেওয়া যায় এবং সেদ্ধ হয়ে যাবার পর আলুর ওই জলটা ফেলে না দিয়ে মুখের মধ্যে লাগানো যায় তাহলে ভীষণ ভালো উপকার পাওয়া যায়। পাশাপাশি আলু এবং সম্ভব হলে বেদানা অথবা পাকা পেঁপে সেইসঙ্গে হালকা মধু মিশিয়ে একটি মিশ্রণ ভালোভাবে মিক্সিতে পেস্ট করার পর সেটা আমরা আইস কিউব হিসেবে ব্যবহার করতে পারি। সেটাও কিন্তু ভীষণ উপকারী মুখের যেকোনো  দাগ ছোপ দূর করতে।

glass-g2be88a1fa_1280_0.jpg

 আবার অনেকে নিয়মিত চানের আগে ব্যবহার করা পছন্দ করেন না। সেক্ষেত্রে ঘরোয়া পদ্ধতিতেও ব্যবহার করে নিতে পারেন প্রাকৃতিক ফেসওয়াশ। সেই জন্য লাগবে আলু সেদ্ধ করা জল অথবা আলুর রস। এবার তাতে সামান্য বেসন মিশিয়ে অথবা মসুর ডাল বাটার মধ্যে মিশিয়ে এভাবে হালকা মেসেজ করলে স্নানের আগে উপকার পাওয়া যাবে। আলু আমাদের মুখের যেকোনো দাগ তুলতে ভীষণভাবে উপকারী। তাই এর মধ্যে যেকোনো একটি পদ্ধতি ব্যবহার করতেই পারেন। 
face-ga6d309629_1280_0.jpg

খুব সহজ এই টিপসগুলি যদি আরো পেতে চান তাহলে নিচের লিঙ্কে ক্লিক করুন। একই সঙ্গে আমাদের চ্যানেল Bengal Fusion Beauty Secret সাবস্ক্রাইব করুন।

অনুলিখন: 
Oindrila Chakraborty
ll