চুলের বৃদ্ধিতে পেঁয়াজের রস... অনেকেই জানেন কিন্তু এর সঠিক ব্যবহার পদ্ধতিকে জানা আছে?

বর্তমানে চুলের সমস্যায় আমরা মোটামুটি কম বেশি সকলেই ভুগি। ঘন চুল পেতে কার না ইচ্ছে করে। কিন্তু তার জন্য পর্যাপ্ত যত্ন নেওয়ার সময় টুকু আমাদের অনেকের হয় না। যে কারণে সময়ের আগেই চুল ঝরে যাচ্ছে মুঠো মুঠো। তবে আজ এমন এক পদ্ধতি বলব যেটার মাধ্যমে খুব সহজেই চুলের পুরনো গ্রোথ ফিরিয়ে আনা সম্ভব।

onions-1397037_1920_0.jpg

 আমাদের রান্নাঘরে এমন বহু পদার্থ থাকে যেগুলি আমরা অনেক ক্ষেত্রে সঠিক ব্যবহার করতে পারি না আমাদের শরীরের জন্য। ঠিক তেমনি একটি  উপাদান হলো পেঁয়াজের রস। চুলের সমস্যায় অনেকেই পেঁয়াজের রস ব্যবহার করে থাকেন কিন্তু এর সঠিক পদ্ধতি অনেকেই জানেন না। প্রথমেই পেঁয়াজটাকে ভালোভাবে ঘষে নিয়ে তার থেকে রস বের করে নিতে হবে। সেটাকে ভালোভাবে মাথায় লাগিয়ে নিয়ে কিছুক্ষণ রেখে হালকা শ্যাম্পু করে ধুয়ে ফেলতে হবে। কিন্তু এক্ষেত্রে সমস্যা থাকে পেঁয়াজের ঝাঁঝালো গন্ধে অসুবিধা হতে শুরু করে। এ সমস্যা থেকে মুক্তি পেতে হলে পেঁয়াজের রসের সঙ্গে সামান্য নারকোল তেল মিশিয়ে নিলে ঝাঁজ অনেকটা কমে যায়।

onion-3350325_1920_0.jpg

 অনেকে আবার অলিভ অয়েলের ক্ষেত্রে পেঁয়াজের রস মিশিয়েও মাখতে পারেন। ডিম আমাদের চুলের জন্য ভীষণ ভালো। ডিমের সঙ্গেও কিন্তু পেঁয়াজের রস ভালোভাবে মিশিয়ে মাথায় লাগিয়ে নিলে চুলের সমস্যার অনেক উপকার পাওয়া যায়। গন্ধ সহ্য যদি করতে পারা যায় তাহলে  অনেক উপকার পাওয়া যায়। আবার যাদের খুশির সমস্যা রয়েছে তারা পাতিলেবু অথবা অ্যাপেল সিডার ভিনেগারের সঙ্গে পেঁয়াজের রস মিশিয়ে লাগাতে পারেন। তবে প্রত্যেক ক্ষেত্রেই শ্যাম্পু করার আধ ঘন্টা আগে জিনিসটা মেখে রাখতে হবে। তার থেকে বেশি সময় না রাখাই ভালো।

eggs-1510449_1920_1_0.jpg

 এমনই বিভিন্ন তথ্য বিশদে জানতে আমাদের চ্যানেল Bengal Fusion Beauty Secret সাবস্ক্রাইব করুন এবং নিচের লিঙ্কটি ক্লিক করুন।

অনুলিখন: 
Oindrila Chakraborty
ll