ত্বকের পরিচর্যায় মুলতানি মাটির সঠিক ব্যবহার

মুলতানি মাটির গুনাগুন আমরা অনেকেই জানি। বর্তমানে নয় বরং আদি যুগ থেকে এই মাটি ব্যবহার হয়ে আসে রূপচর্চার কাজে। আর সত্যিই মুলতানি মাটির গুনাগুন প্রচুর। যেকোনো ধরনের ত্বকের জন্য ভীষণ উপকারী এই মাটি। তবে প্রত্যেকটা ত্বক যেমন আলাদা ঠিক তেমনি প্রত্যেক ত্বকের ক্ষেত্রে এই মাটির ব্যবহার আলাদা। অনেকেই মনে করতে পারেন যাদের শুষ্ক ত্বক তারা মুলতানি মাটি ব্যবহার করবেন না কিন্তু সেটা ভুল। আজকে মুলতানি মাটি কিভাবে বিভিন্ন ত্বকের জন্য ব্যবহার করা হয় সেটাই বলবো।

multani_0.jpg

 যদি আপনার ত্বক হয়  তৈলাক্ত তাহলে তো কোন কথাই নেই। গোলাপ জল অথবা সাধারণ জল দিয়েই প্যাক তৈরি করে মুখের মধ্যে লাগিয়ে নিতে পারেন। যদি আপনার ত্বক হয় শুষ্ক তাহলে জলের পরিবর্তে তুলে নিন দুধ। দুধ ত্বক শুষ্ক হতে দেয় না একটা তৈলাক্ত ভাব রাখে।

WhatsApp Image 2023-06-15 at 20.29.12_0.jpg

 এবার যদি থাকে তবে ব্রণের সমস্যা সে ক্ষেত্রে মুলতানি মাটির সঙ্গে বেসন, হলুদ এবং সামান্য গোলাপ জল করতে পারেন। আবার যদি আপনার ত্বক রৌদ্রের তাপে পুড়ে যায় সে ক্ষেত্রে মুলতানি মাটির সঙ্গে মিশিয়ে নিন এক চামচ চন্দন পাউডার। ভিডিও কিন্তু ত্বকের পরিচর্যায় ভীষণ উপকারী। তার সঙ্গে মিশিয়ে নিন হলুদ এবং টক দই। সত্যিই আমাদের ত্বকের জন্য ভীষণ উপকারী একটি জিনিস। তবে এটি লাগিয়ে রাখার পর বেশি কথা বলা যাবে না বা মুখ নড়ানো যাবে না তাহলে ত্বকে উল্টো প্রভাব পড়বে। পাশাপাশি সপ্তাহে এক থেকে দুই দিনের বেশি কখনোই মুলতানি মাটি ব্যবহার করা উচিত নয়।

 

 এ ব্যাপারে বিশদে জানতে নিচের লিংকটি ক্লিক করুন এবং আমাদের চ্যানেল Bengal Fusion Beauty Secret  সাবস্ক্রাইব করুন।

অনুলিখন: 
Oindrila Chakraborty
ll