রূপচর্চায় গুঁড়ো দুধের অসাধারণ ম্যাজিক

দুধ আমাদের শরীরের জন্য ভীষণ উপকারী। যেমন দুধ খেলে আমাদের ভেতরে বিভিন্ন ক্যালসিয়াম মিনারেলস এর ঘাটতি পূরণ হয়। তেমনই দুধ আমাদের হাড়কে মজবুত করতে সাহায্য করে। আবার রূপচর্চার ক্ষেত্রেও কিন্তু দুধ ভীষণ গুরুত্বপূর্ণ একটি জিনিস। কিন্তু অনেকেই কাঁচা দুধ কিংবা ফোটানো দুধ ব্যবহার করতে পারেন না। সে ক্ষেত্রে তারা ভরসা করেন গুড়ো দুধের ওপর। সাধারণ দুধের মতই গুঁড়ো দুধেরও একাধিক গুরুত্ব রয়েছে আমাদের ত্বকের পরিচর্যায়।  তবে তার সঠিক ব্যবহার জেনে নেওয়াটা আগে জরুরী।

 

 গুঁড়ো দুধের সঙ্গে অল্প মধু এবং গোলাপজল মিশিয়ে যদি মুখে ব্যবহার করা যায় তাহলে তখন অনেক বেশি উজ্জ্বল হয়। আবার কারোর মুখে যদি ব্রণের দাগ থাকে সে ক্ষেত্রে তারা গুঁড়ো দুধের সঙ্গে হাফ চামচ হাফ চামচ এলোভেরা জেল এবং কিছুটা টক দই। এই মিশ্রণটা তৈরি করে সঙ্গে সঙ্গে ব্যবহার করতে হবে। তাহলেই সব থেকে ভালো ফল পাওয়া যাবে।

WhatsApp Image 2023-08-24 at 13.43.35_0.jpg

 আবার যাদের অতিরিক্ত তৈলাক্ত ত্বক তারা গুঁড়ো দুধের সঙ্গে মুলতানি মাটি মিশিয়ে ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে প্রয়োজনে সামান্য মধু মিশিয়ে নিতে পারেন। আবার যারা মেচেতার সমস্যায় ভুগছেন তারা গুণো দুধের সঙ্গে সামান্য চন্দন তেল অথবা চন্দন পাউডার মিশিয়ে সামান্য গোলাপজল দিয়ে একটা মিশ্রণ তৈরি করে ওই সমস্ত জায়গায় লাগাতে পারেন। আবার যদি কেউ গরু দুধ কেস খাবার হিসেবে ব্যবহার করতে চান তাহলে গুঁড়ো দুধের সঙ্গে সামান্য ওটস মিশিয়ে তাতে কমলা লেবুর খোসা দিয়ে স্ক্রাবার হিসেবেও ব্যবহার করতে পারেন।প্রত্যেকটা ব্যবহারই রয়েছে উপকার। তাই যেটা পছন্দ হবে সেইটাই নিয়মিত যদি ব্যবহার করা যায় ফলাফল পাওয়া যাবে।

 duud_0.jpg

এই ব্যাপারে বিশদে জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন সেই সঙ্গে আমাদের চ্যানেল Bengal Fusion Beauty Secret সাবস্ক্রাইব করুন।

অনুলিখন: 
Oindrila Chakraborty
ll