চুল পড়ার সমস্যার উৎ করতে নিশ্চিত একটা ঘরোয়া প্যাক সবার জন্য, একমাস ব্যবহার করেই দেখুন
অনেকের মনেই এই সমস্যাটা রয়েছে যে চুল উঠে যাচ্ছে বা চুলের গ্রোথ হচ্ছে না। আর এটা ভাবার জন্যই অনেকের চুল উঠে যাচ্ছে। তবে আজ এমন একটা ঘরোয়া পদ্ধতি বলবো যেটা ভীষণ সহজ আর ভীষণভাবে উপকারী। প্রত্যেকের রান্নাঘরেই থাকে এই উপাদান। আমাদের প্রত্যেকের রান্না ঘরেই থাকে মেথি। মেথি ভীষণ কাজের আমাদের শরীর স্বাস্থ্য ভালো রাখতে। ঠিক ততটাই ভালো রাখে আমাদের চুল সুস্থ রাখতে। কিন্তু এটা কোন পদ্ধতিতে ব্যবহার করতে হবে। আজ মেথি ব্যবহারের একটা অন্য পদ্ধতি বলব। যেটা ভীষণ সহজ আর উপকারী। আর ফলাফল ভীষণ ভালোভাবে পাওয়া যায়।
কারোর চুল ছোট থাকে কারোর চুল বড় থাকে। তাই বড় চামচের চার চামচ মত মেথি নিয়ে সেটাকে সারা রাত ভালো করে ভিজিয়ে রাখতে হবে হালকা গরম জলে। সারারাত ভেজানো অবস্থায় থাকার পর মেথি যে গুনটা সেটা সারা জলে মিশে যাবে। সেই জলটাকে ভালো করে দুপুরবেলা একটা স্প্রে বোতলে পুড়ে রেখে দিতে হবে।এরপর ওই মেথি টাকে হালকা জল দিয়ে ভালো করে ফুটিয়ে নিতে হবে মিনিট পাঁচেক। ভালো করে ফুটিয়ে নিলে দেখা যাবে যেহেতু মেথি সারারাত জলে ভিজেছে তাই ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তারপর মেথির মধ্যে থাকা অবশিষ্ট জল ভালোভাবে ছেঁকে নিয়ে একটা বাটিতে তুলে রাখতে হবে। জিনিসটা একটু ফেনা ফেনা মত দেখতে লাগলেও ভয়ের কিছু নেই। এবার ওই মেথি টাকে ভালো করে পেস্ট করে নিতে হবে টক দইয়ের সঙ্গে।
মোট তিনটি উপাদান বের হলো মেথি ভেজানো জল যেটা স্প্রে বোতলে রাখা রয়েছে। সেটাকে সারাদিন ধরে টোনারের মতো চুলে লাগাতে হবে। এতে মাথার গোরার মধ্যে শক্ত করে চুল ধরে রাখতে সাহায্য করবে। এতেই চুল ওঠার প্রবণতা অনেকটা কমে যাবে। এরপর তুই মেথি পেস্ট যেটা সেটা কে ভালোভাবে মাথায় লাগিয়ে রাখতে হবে। চুলের গোড়ায় ভালোভাবে লাগিয়ে ঘন্টাখানেক রেখে নরমাল শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলতে হবে।
তারপর ওই যে ফুটিয়ে রাখা জল সেটা কন্ডিশনার এর মত মাথায় লাগিয়ে নিলেই চুল ওঠা চিরতরে বন্ধ হয়ে যাবে। সপ্তাহে দুদিন থেকে তিন দিন ব্যবহার করলেই ফল পাওয়া যাবে হাতেনাতে। কিছু ঘরোয়া উপাদান যেগুলি ভীষণ উপকারী কিন্তু আমরা অনেকেই জানিনা। তাই এমনই বিভিন্ন টিপস পেতে আমাদের সঙ্গে থাকতে হবে।
পাশাপাশি আরো নতুন তথ্য পেতে Bengal Fusion Beauty Secret চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং নিচের লিঙ্কটি ক্লিক করুন।