রূপচর্চায় ল্যাভেন্ডার অয়েলের সঠিক ব্যবহার

বিভিন্ন এসেন্সিয়াল অয়েল বর্তমানে আমরা অনেকেই ব্যবহার করি। কখনো ঘরের সৌন্দর্য বৃদ্ধি করতে যেমন বিভিন্ন এসেন্সিয়াল অয়েলের মোমবাতি বা সেন্টেড ক্যান্ডেল ব্যবহার করি এমনই একটা সুন্দর গন্ধ সব সময় ছড়িয়ে রাখতে এই তেল বিভিন্নভাবে ব্যবহার করে থাকে। আবার বিভিন্ন এসেন্সিয়াল অয়েল আমাদের মনকে শান্ত রাখতে সাহায্য করে। তাদের মধ্যে অন্যতম হলো ল্যাভেন্ডার অয়েল। লাভেন্ডার অয়েল আমাদের মনকে শান্ত করে যেমন তেমনি রূপচর্চাতেও কিন্তু ভীষণভাবে সাহায্য করে।

oil-1205635_1280_0.jpg

 আমরা অনেকেই টিট্রিওয়েল ব্যবহার করে থাকি। ঠিক তেমনি ভীষণ গুরুত্বপূর্ণ একটি এসেনশিয়াল হল ল্যাভেন্ডার অয়েল। এবং চুল উভয়ের পরিচর্যার কাজেই ব্যবহার করা হয় এটি। মনে করুন আপনার চুল ভীষণভাবে রুক্ষ হয়ে গেছে কোনভাবেই তাকে বাগে আনতে পারছেন না। আবার চুলের গোড়া ভীষণ ভাবে নরম হয়ে গেছে, তাই মুঠো মুঠো চুল উঠে আসছে। সে ক্ষেত্রে যে কোন ক্যারিয়ার অয়েল অর্থাৎ নারকোল তেল বা ক্যাস্টর অয়েলের সঙ্গে কয়েক ফোটায় মিশিয়ে নিতে পারেন লাভেন্ডার অয়েল। এবং মাথায় হালকা করে ম্যাসাজ করুন। দেখবেন চুলের যাবতীয় সমস্যা মিটে গেছে। এমনকি চুলের গোড়া শক্ত হয়েছে আগের থেকে অনেকটাই।

wellness-7399690_1280_0.jpg

 ত্বকের পরিচর্যার কথা যদি বলা যায় তাহলে অনেকেরই ব্রণের সমস্যা থাকে। বা মুখে মেচে তার সমস্যা থাকে সে ক্ষেত্রেও কিন্তু যে কোন ক্রিম বা ময়েশ্চারাইজার এর সঙ্গে কয়েক ফোটা ল্যাভেন্ডার অয়েল মিশিয়ে ব্যবহার করলে অনেকটাই উপকার পাওয়া যায়। তবে এসেনশিয়াল অয়েল কখনোই সরাসরি ব্যবহার করা উচিত নয়। এতে ত্বকের ক্ষতি হতে পারে। কারণ প্রত্যেকটি এসেনশিয়াল অয়েলে থাকে শক্তিমান অ্যান্টিঅক্সিডেন্ট। যা হিতে বিপরীত হতে পারে। তাই সব সময় কোন ক্রিম বা ক্যারিয়ার অয়েলের সঙ্গে ব্যবহার করা উচিত যে কোন ধরনের এসেন্সিয়াল অয়েল। আবার লেভেন্ডার অয়েল শরীরকে ডিটক্সিফাই করতেও খুব সাহায্য করে। তাই স্নানের জলে লাইভেন্ডার অয়েল মেশিয়ে নিলে সেটা সরাসরি গায়ে ঢালে শরীর নিজে থেকেই ডিটক্সিফাই হয়ে যায়। এবং শরীর একটা সুন্দর গন্ধ থাকে।

 

এ ব্যাপারে বিশদে জানতে নিচের লিংকটি ক্লিক করুন একইসঙ্গে আমাদের চ্যানেল Bengal Fusion Beauty Secret সাবস্ক্রাইব করুন।

অনুলিখন: 
Oindrila Chakraborty
ll