মুখের কালো ছোপ দূর করতে কফির ফেসপ্যাক

আমাদের অনেকেরই প্রত্যেকদিনের ঝাপ কাজের চাপের জন্য ত্বকের সেভাবে যত্ন নেওয়া হয় না। কিছু ক্ষেত্রে আবার দেখা যায় মুখের তুলনায় দেহের অন্যান্য অংশ পরিষ্কার থাকলেও মুখটা যেন একটু প্রয়োজনের তুলনায় বেশি কালো হয়ে গিয়েছে। আর তখন যতই সাজা হোক না কেন মুখটা যেন ঠিক প্রাণবন্ত মনে হয় না।আমাদের মুখ এবং গলার এক না হলে দেখতেও ভালো লাগেনা।

girl-2605526_1920_0.jpg

 অনেক ক্ষেত্রে আবার ট্যান পড়ে যাওয়ার কারণে এরকম ভিন্ন রং হয়ে যায় চামড়ায়। তবে ঘাবড়ানোর কোন দরকার নেই কারণ ঘরোয়া পদ্ধতিতে খুব সামান্য আয়োজনে আমরা এই রং এর বৈষম্য দূর করতে পারি। সেই জন্য আমাদের প্রয়োজন হয় কফি। ঘরে থাকলে খুবই ভালো না হলে এক টাকা অথবা ২ টাকার প্যাকেটে কিনতে পাওয়া যায়। তার সঙ্গে নেব দু চামচ টক দই। সেই সঙ্গে নেব কয়েক ফোটা লেবুর রস। যদি লেবুতে সমস্যা থাকে তাহলে এটা এড়িয়ে যাওয়াই ভালো।

coffee-424763_1920_0.jpg

 পুরো মিশ্রণটা ভালোভাবে মিশিয়ে নিয়ে ভালোভাবে মেখে রাখতে হবে। তারপর শুকিয়ে গেলে জল দিয়ে আলতো করে ম্যাসাজ করতে হবে। কফি থাকার কারণে সামান্য খরখরে এভাবে যা আমাদের ত্বকের স্ক্রাবিং বা এক্সফোলিয়েটের কাজ করবে। প্রতিদিন না হলেও সপ্তাহে অন্তত দুই থেকে তিনবার ব্যবহার করলেই ফলাফল হাতে পাওয়া যাবে। এরকমই বিভিন্ন তথ্য জানতে আমাদের চ্যানেল Bengal Fusion Beauty Secret সাবস্ক্রাইব করো। এবং এই ব্যাপারে আরো বিশদে জানতে নিচের লিঙ্কটি ক্লিক করো।
 

এরকমই বিভিন্ন তথ্য জানতে আমাদের চ্যানেল Bengal Fusion Beauty Secret সাবস্ক্রাইব করো। এবং এই ব্যাপারে আরো বিশদে জানতে নিচের লিঙ্কটি ক্লিক করো।
 

অনুলিখন: 
Oindrila Chakraborty
ll