ত্বকের সম্পূর্ণ রূপচর্চায় কলার খোসার ম্যাজিক
কলা খাওয়ার পর আমরা খোসাটা ফেলে দিই ঠিকই। কিন্তু আমরা অনেকেই জানিনা ওই খোসাটারি কত গুনাগুন রয়েছে। কলার খোসার মধ্যে যে সাদা অংশটা থাকে সেটা আমাদের ত্বকের জন্য ভীষণ উপকারী। যেকোনো ধরনের দাগ ছোপ, ত্বকে বয়সের ছাপ কিংবা বলি রেখা সমস্ত কিছু উধাও করতে কলার খোসার জুরি মেলা ভার। অনেকেরই রয়েছে যাদের হয়তো বয়স তেমন কিছু হয়নি কিন্তু মুখে ফাইন লাইন দেখা দিয়েছে। তাদের ক্ষেত্রে ওই কলার খোসাটা ওই ফাইল লাইনের উপর ভালোভাবে বুলিয়ে নিতে হবে। কলার খোসা খুবই নরম তাই মুখে কোন রকম প্রভাব ফেলবে না। সাদা অংশটা ভালোভাবে ঘষে নিয়ে তারপর হালকা গরম জল দিয়ে ধুয়ে নিতে হবে জায়গাটা। পাশাপাশি যাদের ব্রণের দাগ রয়েছেন মুখে তাদের ক্ষেত্রেও কিন্তু কলার খোসা ভীষণ উপকারী।
এবার বলি আমরা অনেকেই মুখে বেসন মধু দুধ ইত্যাদির মিশ্রণ লাগাই। সেটা লাগিয়ে নেওয়ার পর যখন একটু শুকনো হয়ে যাবে তখন মুখটা হালকা ভিজিয়ে নিয়ে গলার খোসার ওই সাদা অংশটা দিয়ে যদি ভালোভাবে ঘষে নেওয়া যায় তাহলেও কিন্তু অনেক উপকার হবে। আবার অনেকের চোখের নিচে ডার্ক সার্কেল থাকে বা চোখের তলাটা একটু ফোলা ভাব থাকে। সে ক্ষেত্রেও কিন্তু কলার খোসা ভীষণ উপকারী। একটা চামচের পেছনের অংশ দিয়ে ওই সাদা অংশটা প্রথমে ভালোভাবে চেঁচে নিতে হবে। তারপর তাতে এলোভেরা জেল লাগিয়ে নিয়ে চোখের ওই অংশে ভালোভাবে চামচটা ধরে রাখতে হবে কিছুক্ষণ। আবার যাদের চোখের নিচে একটু বয়সে ছাপ পড়ে গেছে বা কুঁচকে গেছে চোখের চারপাশের চামড়া। তারা ওই কলার খোসার সাদা অংশের সঙ্গে ডিম ভালোভাবে মিশিয়ে নিয়ে যদি চোখের চারপাশে লাগিয়ে রাখে তাহলে খুব দ্রুত উপকার পাবেন। এক্ষেত্রে হয়তো গন্ধ লাগতে পারে বা অস্বস্তি হতে পারে একটু। কিন্তু যদি একটু সহ্য করে এই পদ্ধতি অবলম্বন করে তাহলে ভীষণ ভালো ফল পাবেন।
এ ব্যাপারে বিষয়টি জানতে নিচের লিংকটি ক্লিক করুন এবং আমাদের চ্যানেল Bengal Fusion Beauty Secret সাবস্ক্রাইব করুন।