কলার খোসার উপকার জানেন? রূপচর্চায় এর ব্যবহার জানলে আর ফেলবেন না

নিজেকে সুন্দর রাখতে নিজেকে সুন্দরভাবে দেখতে আমরা সবাই চাই। কিন্তু কজন আর পরিপাটি করে নিজেকে সামলে রাখতে পারি। আবার কিছু ক্ষেত্রে আমরা মনে করি হয়তো পার্লার বা প্রসাধনী ক্রিম ব্যবহার করলে নিজেকে সুন্দর রাখা যায়।  সে ক্ষেত্রে বাজেট একটা বড় ব্যাপার। কিন্তু আমরা ঘরোয়া পদ্ধতিতেই নিজেকে সুন্দর রাখতে পারি তাও একেবারে কম খরচে।

bananas-614090_1920_0.jpg

 আজ বলবো কলার খোসার বিভিন্ন গুনাগুনের কথা। কলা খেয়ে আমরা খোসাটা সবাই ফেলে দিই। কিন্তু সেটা ফেলে না দিয়ে যদি কলার খোসাটা যে সাদা অংশটা রয়েছে সেটা মুখের মধ্যে ঘষতে থাকি তাহলে যেকোনো ধরনের দাগ, বয়সের ছাপ দূর করা সম্ভব। আমাদের যাদের চোখের নিচে কালো দাগ থাকে তারা কলার খোসার সাদা অংশের সঙ্গে এলোভেরা জেল মিশিয়ে ভালোভাবে চোখের তলায় লাগিয়ে রাখলে ডার্ক সার্কেল যেমন দূর হয়। তেমনি যাদের ফোলা চোখের সমস্যা তাদের সমস্যা থেকে রেহাই পাওয়া যায়। মুখে ফেসপ্যাক মাখার পর যদি আমরা কলার খোসা দিয়ে সেই ফেস প্যাক তোলার চেষ্টা করি তাহলে আমাদের মুখ আরো বেশি মসৃণ হয়। এমনই আরো নানা গুণ রয়েছে কলার খোসার।

bananas-3700718_1920_0.jpg

 সুস্থ থাকুন ভালো থাকুন 
 

এমনই বিভিন্ন টিপস বিশদে জানতে আমাদের চ্যানেল Bengal Fusion Beauty Secret  সাবস্ক্রাইব করুন এবং নিচের লিংকটি ক্লিক করুন।

অনুলিখন: 
Oindrila Chakraborty
ll