চিকেন পক্স কি? কোনো শিশুর হলে কিভাবে বুঝবেন এবং উপায় কি? | Chicken Pox | Dr. A. K Manglik |

শিশুদের ছোটো বেলায় অনেক সময় দেখা যায় গায়ে ফোস্কার মতো হয়। হাতে, মুখে, গালে এবং শরীরের বিভিন্ন স্থানে এই ফোস্কা দেখা যায়। জলভরা ফোস্কা হয় এগুলো। এগুলোকেই বলে চিকেন পক্স। এই চিকেন পক্স ছোঁয়াচে একটা রোগ। সারা শরীরে ফোস্কার মতো হয়। প্রথমে ছোটো হয় ফুসকুড়ি তারপর একটু বড়ো হয়ে ওঠে, লাল হয়ে যায় এবং তার মধ্যে জল ভরা থাকে। কয়েকদিন পর এই জলটা বেরিয়ে যায় এবং আস্তে আস্তে ফোস্কাটা শুকিয়ে যায়। এই অবস্থায় অনেক বাচ্চারা আছে যারা নখ দিয়ে ওই ফোস্কাগুলো খুঁটে দেয়। সেক্ষেত্রে কিন্তু দাগ হয়ে যায় এবং সেই দাগ স্থায়ী আঁকার ধারণ করে। ওই ফোস্কা গুলো না খুঁটেল দাগ হবে না।

woman-g4dfc425b6_1920.jpg

• এই চিকেন পক্স যার হয় সে যত মানুষের সংস্পর্শে আসে তাদের বেশির ভাগ মানুষেরই এই রোগ হওয়ার সম্ভাবনা থাকে। যারা ভ্যাকসিন নিয়েছেন তাদের এই রোগ হওয়ার সম্ভাবনা থাকে না একদমই। এই রোগ সদ্যজাত থেকে শুরু করে ষাট বছর বয়স্ক মানুষদেরও হয়ে থাকে। যত বেশি বয়সে এই রোগ হয় তত তার সংক্রমনের মাত্রা বৃদ্ধি পায়। তবে ওষুধ খেলে এই রোগ দু সপ্তাহ থেকে কমিয়ে দশ দিনের মধ্যে সারিয়ে তোলা সম্ভব। এর ভ্যাকসিন একটু দামী হলেও যদি এর দুটো ডজ নিতে পারেন তাহলে কিন্তু এর সম্ভাবনা থাকে না।

flu-shot-gd62842f3e_1920_0.jpg

• এই রোগ হলে তিন সপ্তাহ বাড়িতে থাকুন। বাইরে বেরোবেন না। আগে এই রোগ হলে আর স্কুলে কোনো পরীক্ষা থাকলে তাকে আলাদা ঘরে বসানো হত। এখন যদিও এই রোগের প্রবণতা কমেছে অনেকটাই।

lockdown-gcdfec043b_1920_0.jpg

আশা করি চিকেন পক্স নিয়ে আপনাদের মধ্যে আর কোনো ভুল ধারণা নেই। সচেতন হোন আর সচেতন করুন। সুস্থ থাকুন, ভালো থাকুন। 

এই বিষয়ে  আরও বিশদে জানতে আমরাদের Bengal Fusion চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং নীচে দেওয়া ভিডিওর লিঙ্কটিতে ক্লিক করুন।

অনুলিখন: 
Oindrila Chakraborty
ll