ঘুম থেকে উঠেই গোড়ালিতে ব্যথা হয় কেন? কিভাবে এর নিরাময় সম্ভব? | Heel Pain | Dr. Chinmoy Roy |

ঘুম থেকে উঠেই কি গোড়ালিতে ব্যথা হয়! বিছানা থেকে নামতে গেলেই কি পায়ে লাগে! বয়স বাড়লে এই ধরণের সমস্যা আমাদের মধ্যে দেখা যায়। কিন্তু কেন হয় এই ব্যথা? কিভাবে নিরাময় সম্ভব?

feet-174216_1920.jpg

• গোড়ালিতে ব্যথা কেন হয়?

গোড়ালির পিছনে, ডান দিকে বা পায়ের তলায় ব্যথা হয়। সাধারণত যাদের অতিরিক্ত ওজন থাকে, যারা দৌড়বিদ হন তাদের ক্ষেত্রে এই ব্যথা বেশি হয়ে থাকে। এক্ষেত্রে তীব্র ব্যথা হয়, মাটিতে পা ফেললে।

foot-3620570_1920_0.jpg

• কিভাবে নিরাময় সম্ভব?

প্রথমে রোগের নির্ণয় করা হয়। তারপর কিছু ব্যায়াম আর ওষুধের মাধ্যমে চিকিৎসা করা হয়। যদি ওষুধ বা ব্যায়ামে চিকিৎসা করার পরেও কোনো কাজ না হয়, তাহলে ইনজেকশন দেওয়া হয়। স্টেরোইড এবং রক্তের প্লেটলেট ইনজেকশনের মাধ্যমে ব্যথার স্থানে দেওয়া হয়।

foot-1744044_1920_0.jpg

 

 

এই বিষয়ে  আরও বিশদে জানতে আমরাদের Bengal Fusion চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং নীচে দেওয়া ভিডিওর লিঙ্কটিতে ক্লিক করুন।

অনুলিখন: 
Oindrila Chakraborty
ll