রঙের উৎসবে কিছু সতর্কতা। জেনে নিন চর্মরোগ বিশেষজ্ঞ কি বলছেন। | Dr. Imran Wali |

দোল বা হলি যে ভাষাতেই বলুন না কেন এটা একটা রঙিন উৎসব। আর এই দোল বা হলিতে সমস্ত মানুষ এক হয়ে যায়। মন ভরে আপনার প্রিয়জনকে রঙ মাখানোর উৎসব। তবে সারাদিন রঙ খেলার পর আমাদের সেই রঙ তুলতে ভীষণ কষ্ট হয় এবং অনেক সময়ই রঙ পুরোপুরি না তুলে রেখেও দিই, যে থাক আস্তে আস্তে উঠে যাবে। কিন্তু এই সুন্দর রঙ যে আমাদের ত্বকেরও ক্ষতি করে এটা আমরা অনেকেই জানি তবে সাবধান হই কত জন! তবে এই বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে।

paint-2985569_1920_0.jpg

• রঙের উৎসবে কিছু সতর্কতা:

১) রঙ মাখার আগে কিছু সুরক্ষা নিয়ে নিন ত্বকের ওপর। যাতে সেই রঙ সরাসরি আপনার ত্বকের ক্ষতি না করতে পারে।

hd-wallpaper-2468874_1920_0.jpg

২) রঙ খেলার সময় চোখ এবং নাক সাবধানে রাখুন। চোখে বা নাকে রঙ ঢুকলে সেটা ভীষণভাব ক্ষতি করে।

৩) রঙ মেখে বেশক্ষণ রাখবেন না। চেষ্টা করুন রঙ মেখে তাড়াতাড়ি স্নান করে নেওয়ার।

woman-1807499_1920_0.jpg

৪) আগে আমরা প্রাকৃতিক রঙ ব্যবহার করতাম যেমন ফুল দিয়ে তৈরী আবির কিন্তু এখন সেটা হয়না। তাই রঙ খেলার আগে ত্বকে কিছু লাগিয়ে নিন।

৫) চেষ্টা করুন রঙে যাতে জলের পরিমান বেশি থাকে। কারণ জল রঙে কম ক্ষতি করে। আর আমরা যে জামা পরে রঙ খেলি সেটা যেন বেশিক্ষণ পরে না থাকেন, কারণ ওটাও ত্বকের সাথে সরাসরি স্পর্শ করে থাকে।

hands-4903050_1920_0.jpg

রঙিন উৎসবে অবশ্যই রঙিন হয়ে উঠুন, নিজের প্রিয়জনেদের সাথে সেজে উঠুন। কিন্তু সেটা সুরক্ষিত হোক। সুস্থ থাকুন, ভালো থাকুন।

 

এই বিষয়ে  আরও বিশদে জানতে আমরাদের Bengal Fusion চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং নীচে দেওয়া ভিডিওর লিঙ্কটিতে ক্লিক করুন।

 

অনুলিখন: 
Oindrila Chakraborty
ll