নিউমোনিয়া কি এবং কি কি কারণে এটা হওয়ার সম্ভাবনা থাকে? এর থেকে বাঁচার সঠিক উপায় কি? | Pneumonia | Dr. Dipankar Sarkar |

নিউমোনিয়া অর্থ হলো ফুসফুসে জীবাণুর সংক্রমন। 'নিউমো' শব্দের অর্থ হলো, ফুসফুস এবং 'নিয়া' কথার অর্থ হলো, ফুসফুসে ইনফ্লামেশন।

• নিউমোনিয়া কি?

এটা একটা জীবাণুঘটিত রোগ। এক্ষেত্রে জীবাণু শরীরে প্রবেশ করে এবং তারপর ফুসফুসকে আক্রান্ত করে। নিউমোকক্কাল জীবাণু থেকে এই রোগ হয় এছাড়া আরও অনেক জীবাণু এবং ছাত্রক থেকে হয়। ভাইরাসের মধ্যে ইনফ্লুয়েন্সজা ভাইরাস মূলত দায়ী।

cold-ge1b2ec2c3_1920_0.jpg

• কাদের হয় এই রোগ?

যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম বিশেষ করে, ডায়াবেটিস রোগীদের, রেনাল সমস্যা আছে এবং সিওপিডি আছে এমন রোগীদের মধ্যে এর সংক্রমন দেখা যায়। এক্ষেত্রে প্রধানত জ্বর, কাশি, বুকে ব্যথা এবং তার সাথে কফ নির্গত হওয়া। অনেক সময় কফের সাথে রক্ত নির্গত হয়। সাথে সাথে চিকিৎসকের সাথে যোগাযোগ করুন। যারা সিওপিডি রোগীদের ক্ষেত্রে স্বাভাবিক ভাবে জীবন চললেও নিউমোনিয়া হলে তাদের ফুসফুসের কার্যকারিতা কমে আসে। ফলে তখন শ্বাস-প্রশ্বাসে যান্ত্রিক সহায়তা লাগে, অক্সিজেন দিতে হয়।

cough-g9fff729dc_1920_0.jpg

কিছু নিউমোনিয়া সারা বছর হয়। আবার কিছু নিউমোনিয়া ঋতুভিত্তিক হয়ে থাকে।

• এর থেকে বাঁচার সঠিক উপায়:

কোনোভাবেই ঠান্ডা লাগানো যাবে না। শীতে যথাযথ সুরক্ষা নিয়ে বেরোতে হবে। বর্ষাকালে ভিজে গায়ে বেশিক্ষণ থাকা যাবে না। গরমকালে ঘাম যেন না জমতে পারে। এসি ঘরে বেশিক্ষণ থাকা যাবে না। যাদের এই রোগ হয় তাদের একটু বাচ্চা ও বয়স্কদের থেকে থাকতে হবে। বারবার হাত ধুতে হবে কারণ হাত থেকে বিভিন্নভাবে জীবাণু ছড়ায়।

antibiotic-gf890d333c_1920_0.jpg

নিজের যত্ন নিন, পরিবারের যত্ন নিন। ভয়ে পাওয়ার কোনো কারণ নেই। এই রোগের যথাযথ চিকিৎসা আছে। সুস্থ থাকুন, ভালো থাকুন। 

এই বিষয়ে  আরও বিশদে জানতে আমরাদের Bengal Fusion চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং নীচে দেওয়া ভিডিওর লিঙ্কটিতে ক্লিক করুন।

অনুলিখন: 
Oindrila Chakraborty
ll