স্যাঁতস্যাঁতে বর্ষায় ত্বকের সঠিক যত্ন কিভাবে সম্ভব

দীর্ঘ অপেক্ষার পর অবশেষে বর্ষা এসেছে।  তবে ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গেই আমাদের ত্বকেরও একটা পরিবর্তন হয়। আর সেই পরিবর্তনটা আমরা খালি চোখে সেই ভাবে বুঝতে পারি না। এই যেমন বর্ষা আসার সঙ্গে সঙ্গে চারিদিকে যেমন একটা স্যাঁত স্যাঁতে ভিজে ভিজে ভাব থাকে। আমাদের চুল ঠিকভাবে শুকনো হয় না, আবার আমাদের ত্বকের ওপরেও প্রভাব পড়ে।

hand-g53b8a91ed_1280_0.jpg

 আমরা যেমন আমাদের ত্বকের পরিচর্যায় প্রথমে ক্লিনসিং, স্ক্রাবিং, প্যাক এবং সবশেষে ময়েশ্চারাইজার ব্যবহার করি। এটা আমাদের নিয়মিত করে যেতেই হবে সেইসঙ্গে একটু এক্সটা কেয়ারের জন্য একটা নতুন পদ্ধতি মানতে হবে। তবে সেটা শুধুমাত্র সপ্তাহে একবার করলেই ফলাফল পাওয়া যাবে। বর্ষা আসার সঙ্গে সঙ্গেই আমাদের ত্বকে বিভিন্ন ফুসকুড়ি, ব্রণ জ্বালা জ্বালা ভাব ইত্যাদি বিভিন্ন অসুখ দেখা যায়। পাশাপাশি জলের জন্য আমাদের ত্বকে বিভিন্ন ধরনের এলার্জি দেখা দেয়। এই সবকিছু থেকে মুক্তি পেতে  আমাদের প্রথমে যেটা লাগবে সেটা হল বেদানা। এক চা চামচ বেদানা, আর লাগবে এক চা চামচ ওটস। লাগবে হাফ চামচ মধু এবং অল্প দুধ। পুরো জিনিসটাকে একটা স্ক্রাবার প্যাক বানাতে মিক্সিতে ভালো করে পেস্ট করে নিতে হবে। তারপর সেটা ভালো করে সারা মুখে গায়ে হাতে পায়ে লাগিয়ে রাখতে হবে পাঁচ মিনিট। ৫ মিনিট পর হালকা জল দিয়ে ঘষতে হবে পুরো অংশ। তারপর ইসদ উষ্ণ জল দিয়ে ধুয়ে নিতে হবে। এরপর মুখটা আরো ভালোভাবে পরিষ্কার করতে এক চামচ টক দই ,হাফ চামচ বেসন, দু ফোটা পাতি লেবুর রস এবং এক চিমটি হলুদ। পুরো মিশ্রণটা ভালোভাবে যেখানে যেখানে ওই স্ক্রাবার ব্যবহার করা হয়েছে সেখানে ভালো করে লাগিয়ে রাখতে হবে। সপ্তাহে মাত্র একবার ভালো করে ব্যবহার করলেই দারুন ফলাফল চোখে পড়বে।

 

lemon-gfa3c3e53e_1280_0.jpg

 

এ ব্যাপারে বিশদে জানতে নিচের লিংকটি ক্লিক করুন এবং আমাদের চ্যানেল Bengal Fusion Beauty Secret সাবস্ক্রাইব করুন।
 

অনুলিখন: 
Oindrila Chakraborty
ll