চটজলদী উপায় দিয়ে ব্রন সমস্যার অভিনব চারটি সহজ ঘরোয়া পদ্ধতি।৪-৫ দিন পর দেখুন কি ফল পান

 ব্রণর সমস্যা কিশোর কিশোরীদের মধ্যেই দেখা যায়। আর যে কারণে বিশেষ ত্বকের যত্ন তারা নিতে পারেনা। কিন্তু সামনে যদি কোন অনুষ্ঠান থাকে আর মুখে ব্রণও হয় তাহলে ভীষণ সমস্যার। হাতের কাছে চটজলদি কিছু ঘরোয়া পদ্ধতি রয়েছে যেটা তিন চার দিনের মধ্যেই ব্রণ কমিয়ে দেবে এবং দাগ মুছে দেবে।

struggle-3805349_1920_0.jpg

 প্রথমেই বলব টি ট্রি অয়েল। অনেকেই এই জিনিসটির সঙ্গে এখন বেশ পরিচিত। ব্রণর উপর টিট্রি অয়েল লাগিয়ে নিতে হবে। কিন্তু সরাসরি সেটা লাগাতে নেই। নারকেল তেল অথবা আমন্ড অয়েলের সঙ্গে মিশিয়ে। দিন তিনেকের মধ্যে এর থেকে উপকার পাওয়া যায়।

essential-oil-1544443_1920_0.jpg

 দ্বিতীয় জিনিসটি হলো গ্রিন টি। বর্তমানে এই জিনিসটির সঙ্গে অনেকে বেশ পরিচিত। গ্রিন টি  খাওয়ার মতই চা পাতা ফুটিয়ে তারপর ঠান্ডা করে। একটি স্প্রে বোতলে পড়ে ছাড়া মুখে লাগিয়ে নিতে হবে।

 আর একটা যে জিনিস ম্যাজিক এর মত কাজ করে সেটা এলোভেরা জেল। কচু হয় না তাদের কথা বাদ দাও কিন্তু যাদের সহ্য হয় তারা যদি প্রতিদিন এই জেল ভাবতে পারো তাহলে ব্রণ সমস্যা দূর হয়।

aloe-4529704_1920_0.jpg

 আরেকটি জিনিস যেটা মোক্ষম দাবাইয়ের মত কাজ করে সেটা হলো চন্দন। একটু চন্দন বেটি সেটা যদি ব্রোনের ওপর লাগিয়ে রাখা যায় তাহলে তিন থেকে চার দিনের মধ্যেই ব্রণ একেবারে নির্মূল হয়।

সুস্থ থাকুন, ভালো থাকুন। 

 

এই বিষয়ে  আরও বিশদে জানতে আমরাদের Bengal Fusion News Time চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং নীচে দেওয়া ভিডিওর লিঙ্কটিতে ক্লিক করুন।

অনুলিখন: 
Oindrila Chakraborty
ll