নবজাত শিশুর ক্ষেত্রে প্রাথমিকভাবে কি কি সতর্কতা নেওয়া উচিৎ? | Dr. A. K Manglik |
শিশুরা ফুলের মতো হয়। একটু অসাবধানতা, একটু অবহেলা তাদের জন্যে অনেকটা ক্ষতি বয়ে আনতে পারে। তাই যারা নতুন মা হচ্ছেন বা হয়ে গেছেন তাদের জন্যে কিছু সতর্কতা নিয়ে আজকে আমরা আলোচনা করবো। এখনকার দিনে শিশুকে জন্ম দেওয়া একটা বিশাল বড়ো দায়িত্বের ব্যাপার। আগেকার সময়ের মতো নয় যে, বিয়ে হলো আর বাচ্চা হয়ে গেলো। এখনকার বাবা-মায়েরা যথেষ্ট পরিকল্পনার মাধ্যমে একটা বাচ্চাকে জন্ম দেন। তাই বাচ্চা যাতে সবদিক থেকে সুস্থ থাকে সেই দিকে লক্ষ্য দিন।
• সর্বপ্রথম বাচ্চা জন্মানোর পর শুধুই মা'র বুকের দুধ খাওয়াবেন। মা'য়ের বুকের দুধ ব্যতীত অন্য কিছু নয়, এমন কি জল পর্যন্ত দেবেন না। তোলা দুধ একদম দেবেন না। এছাড়া কখনই ভাবেন না যে, আমার দুধ হচ্ছে না বা আমার এতো বয়স হয়ে গেলো তাহলে আমার আর দুধ হবেনা। পৃথিবীতে এমন একজনও মা নেই যার বুকের দুধ নেই। এটা সম্পূর্ণ একটা মানসিকতার ব্যাপার। আপনি যদি সব সময় হাসিখুশি থাকে, যদি সব সময় একটা ভালো জীবনে থাকেন তাহলে আপনার বুকের দুধের কোনো অভাব হবে না।
• আপনার বাচ্চা অসুস্থ কিভাবে বুঝবেন:
নবজাতকের ক্ষেত্রে শরীর খারাপটা প্রাণঘাতী হতে বেশি সময় লাগে না। কারণ তারা তাদের সমস্যাটা কোনো ভাবেই বলতে পারে না। তাই যদি দেখেন আপনার বাচ্চা ঝিমিয়ে পড়ছে, খাচ্ছে না, ঘন ঘন পাতলা মল ত্যাগ করছে, খাচ্ছে না। এছাড়া, প্রস্রাব কমে গেছে, বাচ্চার হলদেটে হয়ে যাচ্ছে বা বাচ্চার শরীর নীল হয়ে যাচ্ছে। বাচ্চা খুব বমি করছে বা জোড়ে জোড়ে নিশ্বাস ফেলছে এই সমস্ত বিষয়গুলোর ক্ষেত্রে সতর্ক হোন। এই সমস্ত লক্ষণ গুলো দেখলে আগে নিকটবর্তী চিকিৎসকের কাছে যান। যাতে এই বিষয়টা আপনার হাতের বাইরে না চলে যায়।
সুস্থ থাকুন, ভালো থাকুন।
এই বিষয়ে আরও বিশদে জানতে আমরাদের Bengal Fusion চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং নীচে দেওয়া ভিডিওর লিঙ্কটিতে ক্লিক করুন।