চোখ দিয়ে অনবরত জল পড়ে? কেন এটা হয়? চোখ ভালো রাখার ঘরোয়া সহজ উপায় জেনে নিন। | Health & Beauty Tips | Jinia De |
চোখ আমাদের শরীরের একটা সংবেদনশীল অঙ্গ। আমরা যারা চশমা পরি তাদের চোখে আরও বেশি যত্নে রাখতে হয়। এছাড়া যারা চশমা পড়েন না তাদের ক্ষেত্রেও চোখটা যত্নে রাখা উচিৎ, কারণ অনেক সময় চোখের পাওয়ার বেড়ে যায় বা কমে যায়। তাই সেটা যদি আগে থেকে আমরা সাবধান হই তাহলে কিন্তু অনেকটাই চোখ দুটোকে ভালো রাখা যায়। এই চোখের এরকমই একটা সমস্যা হলো চোখ দিয়ে অনবরত জল পড়া। কেন হয় এই সমস্যা এটাই জানবো আজ আমরা।
• আগে বড়োরা বলতেন যে, কাঁদলে চোখ পরিষ্কার হয়। হ্যাঁ বন্ধুরা এটা ঠিক আমরা যখন কাঁদি তখন আমাদের চোখের মধ্যে যে ময়লা থাকে সেগুলো ওই জলে ধুয়ে যায়। তবে যদি অনবরত চোখ থেকে জল পড়তে থাকে তাহলে সেটা কিন্তু কোনো সমস্যার লক্ষণ হতে পারে। তাই এই সমস্যা থেকে কিভাবে মুক্তি পাবেন জেনে নিন।
• অনেকের চোখে জীবাণুর জন্যে এই সমস্যা হতে পারে। চোখের মধ্যে কোনো জীবাণু হলে সেই থেকে চোখ থেকে জল পড়তে থাকে। আবার চোখে ধুলোকণা ঢুকে গেলে সেখান থেকে জল পড়ে।অশ্রুনালিতে কোনো রকম প্রতিবন্ধকতা থাকলে তার ফলে জল পড়তে পারে আবার চোখ ওঠা বা কনজান্টিভিটিস হলে এই জল পড়ার মতো সমস্যা হতে পারে। আর যার ফলে চোখ লাল হয়ে গিয়ে ঘন ঘন জল পড়ে। এক্ষেত্রে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন। তবে এটা ছাড়াও কিছু ঘরোয়া উপায় জেনে নিন।
১) সকালে ঘুম থেকে উঠে পরিষ্কার জলে চোখটা ভালো করে ধুয়ে নিন। এর ফলে চোখের মধ্যে জমে থাকা ময়লা দূর হয়।
২) অনেকেই টি ব্যগ ব্যবহার করেন। সেক্ষেত্রে টি ব্যগটা গরম ডুবিয়ে জলটা ভালো করে ঝরিয়ে সেই গরম টি ব্যগটি চোখে দিন। এর ফলে চোখে খুব আরাম লাগবে। এছাড়া আপনি টি ব্যগ ফ্রীজে রাখুন তারপর সেটা চোখে দিন।
৩) জলে নুন দিয়ে সেই জল চোখে ঝাপ্টা দিন। এর ফলেও চোখে অনেকটা আরাম হয়। যদি এটা করেও আপনার চোখ থেকে জল পড়া বন্ধ না হয় তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন।
৪) চোখে একটু গরম জলে বেকিং সোডা মিশিয়ে চোখের চারিদিকে ভাব দিন। অনেকটা উপকার পাবেন। তবে যদি অশ্রুনালিতে কোনো সমস্যা থাকে তাহলে কিন্তু সেটা চিকিৎসকের সাথে যোগাযোগ করুন। এছাড়া ঘরোয়া উপায় অনেকটাই উপকার পাবেন।
চোখ খুব সুন্দর এবং সংবেদনশীল অঙ্গ, তাকে ভালো রাখুন। আপনার সুন্দর চোখ আপনার সুন্দর মনের আয়না। সুস্থ থাকুন, ভালো থাকুন।
এই বিষয়ে আরও বিশদে জানতে আমরাদের Bengal Fusion চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং নীচে দেওয়া ভিডিওর লিঙ্কটিতে ক্লিক করুন।