শিশুদের ভাইরাল ফিভারে কিধরণের সাবধানতা নেওয়া উচিৎ। | Seasonal Respiratory Illness | Dr. Pallab Chatterjee |

বাচ্চাদের রোগপ্রতিরোধ ক্ষমতা কম থাকার জন্যে তারা খুব সহজেই বিভিন্ন রোগের শিকার হয়ে পড়ে। শিশুদের ঋতু পরিবর্তনের সময় বিভিন্ন রকম ভাইরাল ফিভার হয়ে থাকে। মূলত, এডিনো ভাইরাস, ইনফ্লুয়েন্সজা, রাইনোভাইরাস ইত্যাদি।

thermometer-3656065_1920_0.jpg

• ঋতু পরিবর্তনের সময় বিভিন্ন ভাইরাল ফিভার হয় এবং বাচ্চারা স্কুলে যায়, সেখানে এক জনের থেকে আরেক জনের মধ্যে এই ভাইরাস ছড়ায়। সুতরাং মা-বাবাদের উচিৎ বাচ্চার ঠান্ডা লাগলে তাকে স্কুলে পাঠাবেন না।

• এখন এই সমস্ত ভাইরাসের জন্যে বিভিন্ন ভ্যাকসিন আছে, নিয়ম করে ভ্যাকসিন দিন।

syringe-417786_1920_0.jpg

• বাচ্চার যদি জ্বর হয় সেক্ষেত্রে অ্যান্টিবায়োটিক দেবেন না। কারণ ভাইরাল ফিভারে অ্যান্টিবায়োটিকের কোনো ভূমিকা নেই। বেশি করে জল খাওয়ান, যদি শ্বাসের সমস্যা হয় তাহলে ইনহেলার দিন এবং প্যারাসিটামল খাওয়ান।

• যদি দেখেন বাচ্চার খুব শ্বাস কষ্ট হচ্ছে আর হাতের আঙ্গুল, ঠোঁট নীল হয়ে যাচ্ছে, তখন অবশ্যই সাথে সাথে চিকিৎসকের কাছে নিয়ে যান।

baby-2387637_1920_0.jpg

অকারণ চিন্তা বা ভয় পাবেন না। একটু সতর্কতা অনেকটা ভালো রাখবে আপনাকে। সুস্থ থাকুন, ভালো থাকুন।

 

এই বিষয়ে  আরও বিশদে জানতে আমরাদের Bengal Fusion চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং নীচে দেওয়া ভিডিওর লিঙ্কটিতে ক্লিক করুন।

 

অনুলিখন: 
Oindrila Chakraborty
ll