আপনার শরীরের ছোট ছোট রোগের উপসর্গকে কখনই অবহেলা করবেন না। কি কি করা উচিৎ জেনে নিন। | Social Awareness | Bidhan Saha |

আমাদের অনেকের মধ্যেই সচেতনতার প্রবল অভাব রয়েছে, যার ফলে আমরা আমাদের শরীরের অনেক ছোটো ছোটো উপসর্গকে বুঝতে পারিনা বা অবহেলা করে এড়িয়ে যাই। কিন্তু তারপর এই ছোটো ছোটো উপসর্গগুলোই একটা বিশাল রোগের লক্ষণ হয়ে ওঠে।

cold-2007171_1920_0.jpg

• কিছু সময় আগে একটা বাংলা সংবাদ মাধ্যমের একটা সংবাদের মধ্যে দিয়ে আমাদের চোখ খুলে দিয়েছে। একটি বাচ্চার ঘুষঘুষে জ্বর মাঝে এবং তারপর রক্তাল্পতা শুরু হলো, বাচ্চা মেয়েটির। তারপর বাড়াবাড়ি হওয়ায় চিকিৎসকের কাছে গেলে, জানা গেলো মেয়েটির ব্লাড ক্যান্সার। আবার একজন বৃদ্ধ কোমরে ব্যথা, দীর্ঘদিন কোমরের মালিশ করছেন। কিন্তু পরে জানা গেলো এটা ক্যান্সার থেকে হচ্ছে। এই দুটো ঘটনাতেই দুই বয়সে দুটো মানুষই কিন্তু বাঁচতে পারেনি । ফলে চিকিৎসকদের একটাই আফসোস থেকে গেছে যে, সামান্য সচেতনতার অভাবে কতটা ক্ষতি হতে পারে।

cancer-389921_1920_1_0.jpg

ফলে ভয় না পেয়ে, শরীরের ছোটো ছোটো রোগের উপশমগুলিকে গুরুত্ব দিন। যদি সহজে এর হাত থেকে মুক্তি না পান, তাহলে সত্বার চিকিৎসকের পরামর্শ নিন। সুস্থ থাকুন, ভালো থাকুন।  

 

এই বিষয়ে  আরও বিশদে জানতে আমরাদের Bengal Fusion চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং নীচে দেওয়া ভিডিওর লিঙ্কটিতে ক্লিক করুন।

অনুলিখন: 
Oindrila Chakraborty
ll