চুল পড়া রোধ করতে ঘরোয়া এক পদ্ধতি
বিভিন্ন জিনিস ব্যবহার করার পরেও আমরা কিন্তু অনেকেই চুল পড়া আটকাতে পারি না। শেষ পর্যন্ত আমাদের ডাক্তারের কাছে ছুটতেই হয়। কিন্তু এই সামান্য পদ্ধতি যদি অন্তত দিন পনেরো ব্যবহার করা যায় তাহলে অনেক ক্ষেত্রে বলা যেতে পারে ৯০ শতাংশ চুল পড়া কমিয়ে দিতে পারে।
কিন্তু কি সেই পদ্ধতি! পেঁয়াজের রস এবং মধু। যদি খুব বড় চুল হয় তাহলে চারটে পেঁয়াজ মাঝারে চুল হলে দুটো পেঁয়াজের রস বের করে নিয়ে তারপর তাতে কয়েক ফোটা মধু মিশিয়ে মাথায় ভালোভাবে লাগিয়ে অপেক্ষা করতে হবে আধা ঘন্টা। নিয়মিত ১৫ দিন এই পদ্ধতি ব্যবহার করলেই দেখবে চুল পড়া ৯০% মতন কমে গেছে।
ছোট্ট সমস্যার ছোট্ট সমাধান।