কথায় বলে, ফাঁকি দিলে নিজেই ফাঁকে পড়বেন। | মনোবিদ কি বলছেন | Mental Health Awareness | Dr. Kedar Ranjan Banerjee |
আমরা আমাদের জীবনে অনেক ক্ষেত্রেই কোনো না কোনো সময় ফাঁকি দিয়েছি। ফাঁকি দিয়ে নিজের কাজ না করে বা নিজের কাজ করার চেষ্টা করেছি ফাঁকি দিয়ে। তবে কথায় বলে, ফাঁকি দিলে ফাঁকে পড়বে।
• এক দরদী রাজা ছিলো। যে প্রজা যা চাইতো রাজা দিয়ে দিতেন। একদিন রাজা ভাবলেন যে, তার মৃত্যুর পর কে রাজা হবে! তখন রানী তাকে কানে কানে এক বুদ্ধি দিলো। রাজা পরেরদিন কয়েকজন মন্ত্রীকে ডেকে পাঠালেন। তারপর সবাইকে একটা করে বীজ দিলেন আর বললেন যে, আমি সবাইকে একটা করে বীজ দিচ্ছি, তোমরা এটাকে একটা টবে পুঁতে যত্ন করবে। কোনটা ফুলের গাছ, কোনটা ফলের গাছ। একবছর পর ওই টব দেখে আমি বিচার করবো কে আমার পরে রাজা হবে।
• মন্ত্রীরা সেই কথা মত টবে বীজ পুঁতে তার যত্ন নেওয়া শুরু করলেন। সবার আস্তে আস্তে গাছ বেরোতে শুরু করলো। কাউর ফুলের গাছ, কাউর ফলের গাছ আবার কাউর পাতাবাহার। কিন্তু এক জন মন্ত্রীর টবে কোনো গাছ বের হয়নি। সে রোজ যত্ন নিচ্ছে। কিন্তু তাতেও কোনো ফল হচ্ছে না। সেই সবার গাছের ফুল, ফল দেখে খুব কষ্ট পাচ্ছিলো। এই ভাবে এক বছর গেলো, মন্ত্রীরা সবাই টব নিয়ে রাজদরবারে হাজির হলো। রাজামশাই সবার টবগুলি দেখলেন। তারপর দেখলেন একজন মন্ত্রীর টবে কোনো কিছুই হয়নি। রাজামশাই তাকে ডাকলেন। সেই মন্ত্রী ভয়ে দাঁড়িয়ে ছিলো, ভাবছিলো হয়তো রাজামশাই শাস্তি দেবেন। তারপর রাজামশাই তার হাত ধরে তাকে সিংহাসনের পাশে দাঁড় করিয়ে বললেন, আমার পরে এই হবে রাজা। সবাই তো অবাক। রাজামশাই তখন বললেন, আমি সবাইকে সিদ্ধ করে বীজ দিয়েছিলাম। যাতে কোনো বীজ থেকেই গাছ না বের হয়। তোমরা সবাই অন্য গাছ লাগিয়েছো। একমাত্র এই মন্ত্রী কোনো ফাঁকি দেয়নি।
বন্ধুরা ফাঁকি দিয়ে হয়তো সাময়িক আনন্দ পাওয়া যায় বা সাময়িক সুবিধা হয় কিন্তু পরবর্তীকালে নিজেকেই ফাঁকে পড়তে হয়। সুস্থ থাকুন, ভালো থাকুন।
এই বিষয়ে আরও বিশদে জানতে আমরাদের Bengal Fusion চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং নীচে দেওয়া ভিডিওর লিঙ্কটিতে ক্লিক করুন।