একটু শান্ত থাকুন, ধৈর্য ধরুন, দেখুন কি হয়! | মনোবিদ কি বলছেন | Dr. Kedar Ranjan Banerjee |

আমাদের জীবনে আমরা বিভিন্ন সমস্যার মুখোমুখি হই আর ওই সমস্যা থেকে নিস্তার পাওয়ার জন্যে ছটফট করি, অধৈর্য হয়ে পরি। কিন্তু আপনারা অনেকেই জানেন যে, আমরা যদি একটু শান্ত থাকি বা ধৈর্য সহকারে বিষয়গুলোকে দেখি, তাহলে হয়তো দেখব সমাধানটা আমাদের কাছেই আছে। আজকের  গল্পের বিষয় হলো— শান্ত।

meditate-5353620_1920_0.jpg

• এক গ্রামে একজন সাধুবাবা তার কয়েকজন শিষ্যকে নিয়ে থাকতেন। তিনি গ্রামে গ্রামে ঘুড়ে ভিক্ষা করে দিনের শেষে বট তলায় বসে ভাতে ভাত ফুটিয়ে খেতেন এবং সাধুবাবা নিজের বচন দিতেন। একদিন এই রকম ভাবেই ভিক্ষা করতে করতে সাধুবাবাr খুব জল তেষ্টা পেল। তিনি একটা গাছের ছায়ায় বসলেন। তার একজন শিষ্যকে বললেন, ওই সামনের হ্রদ থেকে একঘটি জল নিয়ে আসতে। শিষ্য হ্রদের কাছে গেলো। সেখানে গিয়ে শিষ্য দেখলো হ্রদের জলে গ্রামের মহিলার জামাকাপড় ধুচ্ছে এবং অন্যদিকে একজন তিনটে মোষকে স্নান করাচ্ছে। শিষ্য ফিরে এসে সাধুবাবাকে বললেন যে, ওই জল তো খুব নোংরা তাই আনতে পারিনি। আর অন্য গ্রামে যেতে গেলে তো রাত হয়ে যাবে। তখন সাধুবাবা বললেন, এই ছায়ায় একটু বসো। একটু পরে আবার যেও।

শিষ্য একটু পরে আবার সেই হ্রদের কাছে গেলো, দেখলো হ্রদের জল শান্ত, পরিষ্কার। তার সমস্ত ময়লা থিতিয়ে গিয়ে পরিষ্কার জল ভেসে উঠেছে। শিষ্য একঘটি জল তুলে আনলো। সাধুবাবা বললেন, দেখলে তো একটু সময়ের অপেক্ষায় যে জল নোংরা ছিলো সেটাই পরিষ্কার হয়ে গেলো। 

buddhist-1807526_1920_0.jpg

বন্ধুরা আমাদের জীবনটাও ওই হ্রদের জলের মতোই। একটু সময় দিন, ধৈর্য ধরুন, দেখবেন কতটা সুন্দর হয়ে উঠেছে। সুস্থ থাকুন, ভালো থাকুন। 

 

এই বিষয়ে  আরও বিশদে জানতে আমরাদের Bengal Fusion চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং নীচে দেওয়া ভিডিওর লিঙ্কটিতে ক্লিক করুন। 

অনুলিখন: 
Oindrila Chakraborty
ll