বাঁকা চোরা দাঁত কিভাবে সোজা করা সম্ভব, জেনে নিন। | Orthodontia | Dr. Dhiman Banerjee |

দাঁত আমাদের মুখের এমনি একটা অংশ যা শুধু আমাদের খাবার খেতেই সাহায্য করে তা নয়। আমাদের মুখোশ্রীকে সুন্দর করতেও সাহায্য করে। আমাদের সুন্দর হাসির পিছনে সুন্দর দাঁতের গঠনই দায়ী। কিন্তু অনেকেরই জন্মের পর যখন আমাদের স্থায়ী দাঁত গজায় তখন ওই দাঁতগুলো একরকম হয়না। বাঁকা চোরা দাঁত গজালে শুধু যে আমাদের হাসি অসুন্দর হয় তা নয় মুখের ভিতরের পরিষ্কার-পরিচান্নতা ঠিক ভাবে হয় না। দাঁতের খাঁজে খাঁজে খাবারের অংশ ঢুকে থাকে আর সেই সব জায়গায় ব্রাশ পৌঁছাতে পারে না। তাই দাঁতের গঠনকে সুন্দর করার জন্যে চিকিৎসকেরা অর্থডনশিয়া পদ্ধতির সাহায্য নেন।

crooked-teeth-g0308f3d84_1920_0.jpg

• বাচ্চাদের ছয়মাস বয়সে কিছু স্থায়ী দাঁত গজাতে শুরু করে। তখনই বাবা-মা'য়ের উচিৎ চিকিৎসকের কাছে যাওয়া। আপনার শিশুর দাঁতের গঠন ঠিক আছে কিনা, বা মাড়ির গঠন ঠিক আছে কিনা। এই বিষয়গুলো একবার চিকিৎসকে দেখানো উচিৎ। কারণ, এই সমস্যাগুলো শুরু দিকে বাবা-মা বুঝতে পারেন না। তারা যখন আসেন ততক্ষনে সমস্যা অনেকটাই বেড়ে যায়। এরপর বাচ্চাদের ৮-৯ বছর বয়সে দাঁত ওঠা শুরু হয় তখন যেহেতু মাড়ির আঁকার ছোট থাকে তাই দাঁতগুলো বড়ো এবং বাঁকা মনে হয়। এই দাঁত যখন ১২-১৩ বছর বয়সে পৌছায় বাচ্চা তখন অনেকটা স্বাভাবিক আকারের চলে আসে। কিন্তু যদি সেটা না হয় তাহলে তখন আসল অর্থডনশিয়া চিকিৎসা করাতে হবে। এক্ষেত্রে ব্রেসেল ব্যবহার করা হয়। এর মাধ্যমে দাঁতের অবস্থান ঠিক করে একটা স্বাভাবিক অবস্থানে আনা হয়। যার ফলে হাসিটা সুন্দর হয়ে ওঠে। তবে অনেক বাবা-মা আছেন যারা তাদের সন্তানদের মুখের সৌন্দর্যের বিষয়ে বিশেষ চিন্তিত। তাই তাদের ক্ষেত্রে এখন আরও অনেক পদ্ধতি এসেছে। এখন ব্রেসেল দাঁতের রঙের মতো সাদাও হয়। যা ব্যবহার করলে ধাতব ব্রেসেলের মতো ওতো চোখে পড়ে না। অন্যদিকে যারা আঠেরো বছরের উর্দ্ধে তাদের জন্যে একধরণের স্বচ্ছ ব্রেসেল আবিষ্কার হয়েছে যা আপনারা ইচ্ছে মত খুলতে এবং পড়তে পারবেন। এই ব্রেসেল যে শুধু দাঁতের এবং মাড়ির গঠন ঠিক করে তা নয়, মুখের ভিতরের পরিষ্কার-পরিচচান্নতাও বজায় রাখে। বাচ্চাদের ক্ষেত্রে এই ট্রিটমেন্ট একবছর সময় লাগে এবং বড়োদের ক্ষেত্রে সেটা একটু সময় লাগে প্রায় দু-বছর মতো। তবে খুব সহজেই একটা সুন্দর দাঁতের গঠন পাওয়া যায়।

teeth-g3567bdd68_1920_0.jpg

সুস্থ থাকুন, ভালো থাকুন। 

এই বিষয়ে  আরও বিশদে জানতে আমরাদের Bengal Fusion চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং নীচে দেওয়া ভিডিওর লিঙ্কটিতে ক্লিক করুন।

অনুলিখন: 
Oindrila Chakraborty
ll