ক্রেডিট কার্ড ব্যবহারে কিছু সতর্কতা এবং সচেতনতা। একটু সচেতন হোন, না হলে বিপদে পড়বেন। | Social Awareness | Bidhan Saha |

ডেবিট কার্ড বা এটিএম কার্ড আমরা সবাই আজকাল ব্যবহার করি। কিন্তু, ক্রেডিট কার্ড খুব কম মানুষ ব্যবহার করেন। যাদের আয়ের পরিমান একটু বেশি তারাই এই ক্রেডিট কার্ড ব্যবহার করে থাকেন। ডেবিট বা এটিএম কার্ড ব্যবহারের ক্ষেত্রে বিশেষ কিছু সাবধানতা থাকেনা। তবে ক্রেডিট কার্ড ব্যবহার করার ক্ষেত্রে কিছু সতর্কতা এবং সাবধানতা অবলম্বন করতে হয়। বেশ কিছু হিসেব করে চলতে হয়। কারণ, ক্রেডিট কার্ডে যে বিল আমাদের মেটাতে হয় সে বিষয়ে বিশেষ সতর্ক থাকতে হয়।

credit-cards-1583534_1920_0.jpg

• বর্তমানে আমরা কেনাকাটা থেকে শুরু করে, খাওয়া-দাওয়ার জন্যে যে টাকা ব্যয় করি সেটা বেশির ভাগ ক্ষেত্রেই অনলাইন বা ক্রেডিট কার্ডের মাধ্যমে দিয়ে থাকি। এর ফলে আমরা কতটা টাকা খরচ করছি সেটা সেই মুহূর্তে বোঝা যায় না। কিন্তু, যদি আমরা সেই হিসাবটা না করে চলি এবং যত ইচ্ছে খরচ ব্যাংক থেকে ক্রেডিট করতে থাকি তাহলে যখন শোধ দিতে হবে সেই সময় বেশ অনেকটা টাকাই দিতে হবে। এমনও দেখা যায় যে, ক্রেডিট কার্ডের বিল মেটাতে গিয়ে অনেকে দেউলিয়া হয়ে গেছেন। ডেবিট কার্ডের ক্ষেত্রে আপনার জমানো টাকা থেকে একটা পরিমান টাকা তুললে সেটার একটা ম্যাসেজ এলার্ট আসে আপনার ফোনে। কিন্তু, ক্রেডিট কার্ডের ক্ষেত্রে কেনাকাটার যে ধকলটা সেটা সেই মুহূর্তে বোঝা যায় না। তাই আপনি যদি কেনাকাটার লোভে পা দেন তাহলে, ক্রেডিট কার্ড আপনার জন্য নয়। তাই কিছু সতর্কতা মেনে চলুন।

১) কেনাকাটার সীমাহীন লোভে পা দেবেন না। কেনাকাটার অহেতুক ঝোঁক থেকে বিরত রাখুন, ক্রেডিট কার্ডের মাধ্যমে।

২) আপনার ক্রেডিট কার্ডের ডিউ তারিখটা মনে রাখার চেষ্টা করুন। অনেক সময়ই আমরা আমাদের দৈনন্দিন জীবনের চাপে ওই তারিখটা ভুলে যাই। ব্যাঙ্ক থেকে একটা ম্যাসেজ এলার্ট এলেও সেটা হয়তো ব্যস্ততার চাপে আপনি খেয়াল করলেন না। আর এই তারিখ পেরিয়ে যাওয়ার পড়েই চড়া হারে সুদ বাড়তে থাকে। তাই যদি আপনার ডিউ তারিখ মনে না থাকে তাহলে ফোনে এলার্ট দিয়ে রাখুন অথবা আপনার অ্যাকাউন্টের সাথে অটো ডেবিট বা ক্রেডিট অপশনটা চালু করে রাখুন। যাতে ব্যাঙ্ক সহজেই সময় মতো সেটা কেটে নিতে পারে।

money-256319_1920_0.jpg

৩) আপনার ক্রেডিট স্কোরটা ঠিক রাখুন। অর্থাৎ, চেষ্টা করুন বারবার ব্যাঙ্ক থেকে ক্রেডিট না করার। তাহলে আপনি কিন্তু ব্যাঙ্কের কাছে একজন ঝুঁকি পূর্ণ গ্রাহক হয়ে যাবেন।

৪) ক্রেডিট কার্ডে একটা ক্রেডিট করার লিমিট ধার্য থাকে। চেষ্টা সেই লিমিটের মধ্যেই ধার নেওয়ার। আপনার যা ক্রেডিট কার্ডের লিমিট সেটার অর্ধেক ক্রেডিট করুন। তার বেশি বা সমান ক্রেডিট না করাই ভালো। আগের বিল মিটিয়ে তারপর আবার ক্রেডিট করুন।

৫) আপনি যদি চান তাহলে ডিউ তারিখটা বদলাতে পারেন। অর্থাৎ, মাসে যে তারিখে আপনার কাছে টাকা আসে সেই সময়টা আপনি আপনার ডিউ তারিখ করতে পারেন। এক্ষেত্রে আপনাকে ব্যাঙ্কে গিয়ে কথা বলতে হবে। যদি কোনো ব্যাঙ্ক বা সংস্থা এটা করতে রাজি না হয় তাহলে আপনি তার কার্ড ফিরিয়ে দেবেন তখনি। আর কেউই গ্রাহক হারাতে চান না।

account-1778_640_0.jpg

৬) আপনার ক্রেডিট কার্ডের সাথে আপনার ফোনে নাম্বারের একটা লিঙ্ক করিয়ে রাখুন আর যদি কোনো সময় ক্রেডিট কার্ড হারিয়ে যায় তাহলে সত্ত্বর ব্যাঙ্কে জানান।

৭) ক্রেডিট কার্ডের মাধ্যমে কখনই নগদ টাকা তুলবেন না। কারণ এর ফলে টাকা তোলার পরেরদিন থেকেই চড়া হারে সুদ যোগ হওয়া শুরু হয়ে যায়।

wallet-401080_1920_0.jpg

সুস্থ থাকুন, ভালো থাকুন। 

এই বিষয়ে  আরও বিশদে জানতে আমরাদের Bengal Fusion চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং নীচে দেওয়া ভিডিওর লিঙ্কটিতে ক্লিক করুন।

অনুলিখন: 
Oindrila Chakraborty
ll