বাড়িতে বিদ্যুতের খরচ কি কি উপায় কমাবেন? জেনে নিন। | Social Awareness | Bidhan Saha |

রোজকার খরচ বেড়েই চলেছে। তার সাথে পাল্লা দিয়ে বাড়ছে বিদ্যুতের খরচ। গরিব থেকে ধনি সমস্ত স্তরের মানুষেরা এই বিদ্যুতের বাড়াতে থাকা খরচের সমস্যায় জর্জরিত। এই খরচ কমাবেন কিভাবে ভেবে কোনো উপায় পাচ্ছেন না তাই তো! ভাবছেন যে, আমার তো এতো বৈদ্যুতিক দ্রব নেই, তাহলে কেন এতো বিল আসছে! আজকে আমরা এই বিদ্যুতের খরচ কমানোর কিছু সহজ কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ কিছু উপায় জেনে নিই।

lightbulb-g13ca2cd47_1920_1_0.jpg

• বিদ্যুতের খরচ কমানোর কিছু উপায়:

১) রাত্রে ঘুমাতে যাওয়ার আগে ঘরের লাইট, কম্পিউটার, টিভি ইত্যাদি ইত্যাদি বৈদ্যুতিক যন্ত্র বন্ধ করে ঘুমাতে যান। আপনার যদি ভুলে যাওয়ার সমস্যা থাকে তাহলে চেষ্টা করুন সব বৈদ্যুতিক যন্ত্রকে একটা প্লাগে লাগিয়ে রাখতে। যাতে সেই প্লাগটা বন্ধ করলেই আপনার সব যন্ত্র বন্ধ হয়ে যাবে।

২) সারাদিনের জন্যে ফোনের চার্জারটা প্লাগে আটকে রাখবেন না। এর ফলে একটু হলেও বিদ্যুৎ খরচ হয়। প্রয়োজন হলে চার্জার খুলে রাখুন বা সুইচ বন্ধ করে রাখুন।

connector-ga455e5470_1920_0.jpg

৩) বাড়িতে এল ইডি ব্লাব ব্যবহার করুন। এর ফলে আপনার বিদ্যুৎ ৭৫% কম খরচ হবে।

৪) ইলেকট্রিক ড্রাইয়ের ব্যবহার বন্ধ করুন। খুব বৃষ্টির দিন না হলে চেষ্টা করুন বাইরে কোথাও বা ছাদে জামা কাপড় শুকাতে দিন।

washing-machine-g52070f964_1920_0.jpg

৫) আপনার ঘরের ওয়ারিং একটু অভিজ্ঞ লোককে দিয়ে করান। কারণ ওয়ারিং যদি ঠিক করে না হয় তাহলেও বিদ্যুতের বিল অনেক বেশি আসে।

৬) নিয়মিত এসি, ফ্রীজ পরিষ্কার করুন। এর ফলে বিদ্যু কম খরচ হয়। যন্ত্র কম বিদ্যুৎ টানে।

kitchen-gb7162b127_1920_0.jpg

খুব ছোটো ছোটো বিষয় আমরা বিভিন্ন কাজের চাপে খেয়ালই করিনা। কিন্তু এই ছোটো ছোটো ঘরোয়া জিনিস গুলোই আমাদের দৈনন্দিন খরচ কমাতে সাহায্য করবে। সুস্থ থাকুন, ভালো থাকুন। 

এই বিষয়ে  আরও বিশদে জানতে আমরাদের Bengal Fusion চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং নীচে দেওয়া ভিডিওর লিঙ্কটিতে ক্লিক করুন।

অনুলিখন: 
Oindrila Chakraborty
ll