কাঁচা রসুনের গন্ধ কিভাবে দূর করবেন? | JINIA's Tuki Taki | Jinia De |
কাঁচা রসুন আমাদের স্বাস্থ্যের পক্ষে ভীষণ উপকারী, সেটা আমরা বেঙ্গল ফিউশন আরো একটি ভিডিওর মাধ্যমে এখন প্রায় সবাই জানি। কিন্তু আমাদের মধ্যে এমন অনেকেই আছেন যারা কাঁচা রসুনের উগ্র গন্ধের জন্য রসুন খেতে পারেন না। আবার অন্যদিকে কাঁচা রসুন খাওয়া ভীষণ উপকারী, তাহলে কি করবেন কিভাবে এই রসুনের কাঁচা গন্ধ দূর করবেন সেটা জেনে নিন।
• আপনি যদি সকালবেলা কাঁচা রসুন খান সেটা চিবিয়ে জল দিয়ে গিলে যেটা ইচ্ছে, তাহলে রাত্রে বেলা টক দইয়ের মধ্যে খোসা ছাড়িয়ে ওই রসুন কে ভিজিয়ে রাখুন। পরের দিন সকালবেলা ওই রসুন কে ভালো করে জলে ধুয়ে আপনি খান। আবার আপনি যদি দুপুরবেলা ভাত খাওয়ার আগে কাঁচা রসুন খান তাহলে সকালবেলা একই পদ্ধতিতে দইয়ের মধ্যে ডুবিয়ে রেখে রসুনটাকে খান। তবে বন্ধুরা অনেকেরই হয়তো মনে হতে পারে যে, এতে রসুনের গুনাগত অনেকটা কমে যাচ্ছে, কিন্তু না। এই পদ্ধতিতে কাঁচা রসুনের গন্ধ দূর হলেও রসুনের কিন্তু কোনোরকম গুণের পরিবর্তন আসে না। তাই নিশ্চিন্তে এবার থেকে রসুন খান এবং সুস্থ থাকুন।
ছোট্ট সমস্যার, ছোট্ট সমাধান। সুস্থ থাকুন, ভালো থাকুন।
এই বিষয়ে আরও বিশদে জানতে আমরাদের Bengal Fusion চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং নীচে দেওয়া ভিডিওর লিঙ্কটিতে ক্লিক করুন।