জামা কাপড়ে চুইংগাম লাগলে কিভাবে তুলবেন?

 চুইংগাম এমন একটা খাবার যেটা আমরা ছোট থেকে বড় সকলেই পছন্দ করি। তাই শুধু শুধু বাচ্চাদের দোষ দিয়ে লাভ নেই। আবার অনেক সময় হয় কি চুইংগাম খেতে খেতে হয়তো খেয়াল থাকে না সেটা জামা কাপড়ে লেগে যায়। আর তখন সেটা জামা থেকে তুলতে খুব অসুবিধা হয়। বিশেষ করে সেটা আবার যদি হয় আমাদের পছন্দের জামা। তাহলে তো মনটাই খারাপ হয়ে যায়। তবে এক্ষেত্রে উপায় রয়েছে।

chewing-gum-2153918_1920_0.jpg

 জামার যে অংশে চুইংগাম লেগে গেছে সেখানটা ডিমের সাদা অংশ কিছুক্ষণ লাগিয়ে রাখলে দেখা যাবে চুইংগাম উঠে যাচ্ছে। আবার যদি ডিম হাতের কাছে না থাকে সে ক্ষেত্রে কিছুটা বরফ ওই জামার ওই অংশে বুলিয়ে নিলে কিছুক্ষণ রাখলে দেখা যাবে চুইংগাম নিজে থেকেই উঠে আসছে। এ দুটি পদ্ধতির যেকোনো একটি করলেই পছন্দের জামা থেকে চুইংগাম বের করে আনা খুব সহজ।

ice-cubes-3506781_1920_2_0.jpg

 ছোট্ট সমস্যা ছোট্ট সমাধান। 

এমনই বিভিন্ন টিপস পেতে আমাদের চ্যানেল Bengal Fusion  সাবস্ক্রাইব করুন এবং নিচের লিঙ্কটি ক্লিক করুন।
 

অনুলিখন: 
Oindrila Chakraborty
ll