শীতকালে খুশকির সমস্যা বাড়ে। চিন্তা নেই ঘরোয়া টোটকা একবার ব্যবহার করে দেখো।

শীত কাল এসে যাওয়া মানে বিভিন্ন রকম সমস্যা মাথাচাড়া দিয়ে ওঠা। এর থেকে কোন অংশে নিস্তার পায় না আমাদের স্কাল্প যেখানে বাসা বাধে খুশকি।  মানুষের ক্ষেত্রেই খুশির সমস্যা এতটাই বেড়ে যায় যে কি কি ব্যবহার করব কি ব্যবহার করলে খুশকি চলে যাবে সেই নিয়ে সমস্যা দেখা দেয়। বাজার চলতি কোন তেল ব্যবহার করব কিনা এই নিয়ে অনেকেই প্রশ্ন করেছে জানতে চেয়েছেন। আজ একেবারে ঘরোয়া পদ্ধতিতে কিভাবে খুশকি নিরাময় করা যায় তা বলা হবে। যা শীতকালে সত্যিই দারুণভাবে কাজ করে। 

girl-g5d918b335_1920_1_0.jpg

নিম পাতা আমাদের ত্বকের জন্য যতটাই ভালো ততটাই ভালো মাথার স্কাল্পের জন্য। এছাড়া মাথার ত্বকে বা চুলে যদি কোন ধরনের সমস্যা দেখা দেয় সেটিও নিরাময় করেন নিমপাতা। নিম পাতার মধ্যে থাকে অ্যান্টিফাঙ্গাল এবং এন্টি ইনফ্লামেটরি পদার্থ। এছাড়া শীতকালে বাতাসে যে শুষ্ক আবহাওয়া দেখা দেয় তাই আমাদের ত্বকের সঙ্গে সঙ্গে ক্যাল্প কিন্তু খুব ড্রাই হয়ে যায়। সামান্য নিমপাতা নারকেল তেলের সঙ্গে ফুটিয়ে একটি তেল বানিয়ে মাথায় ব্যবহার করলে খুশকি দূর হবে চিরতরে।

WhatsApp Image 2022-12-17 at 7.34.44 PM_0.jpeg

 তবে যারা মাথায় তেল ব্যবহার করতে পারেন না তারা নিমপাতা জলে ফুটিয়ে ব্যবহার করতে পারেন। নিম পাতা জলে দিয়ে ফুটিয়ে নেওয়ার পর সারা রাত রেখে দিতে হবে। তারপর সেটি মাথায় ব্যবহার করলে খুশকির সমস্যা বিদায় নেবে চিরতরে। তবে সে ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যাতে ঠান্ডা না লেগে যায়।

WhatsApp Image 2022-12-17 at 7.34.45 PM_0.jpeg

 সুস্থ থাকুন ভালো থাকুন। 

এই বিষয়ে আরো বিশদে জানতে আমাদের Bengal Fusion Beauty Secret  চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং নিচে দেওয়া ভিডিও লিংকটিতে ক্লিক করুন।

অনুলিখন: 
Oindrila Chakraborty
ll