আপনি কি সত্যি নিজের লক্ষ্যে স্থির? নাকি! | মনোবিদ কি বলছেন | Mental Health Awareness | Dr. Kedar Ranjan Banerjee |

জীবনে আমরা সবাই উন্নতি পেতে ছাই, সাফল্য পেতে চাই। আর এই সব কিছুর সাথে চাই যেনো মানসিক শান্তি বজায় থাকে। কিন্তু অনেক সময় দেখা যায় যে, জীবনটা এলোমেলো হয়ে গেছে। কোনো কিছুই ঠিক হচ্ছে না। লক্ষ্যের দিকে মন থাকলেও আমরা সেখানে পৌঁছেতে পারছিনা না। কেন পৌঁছতে পারছেন না, জানেন? দেখুন মনোবিদ কি বলছেন।

• এক ভদ্রলোক খুব বড়ো একটা কোম্পানিতে চাকরী করতেন। কিন্তু তিনি একটুও খুশি ছিলেন না। তিনি অফিসে বিভিন্ন ঝামেলার সম্মুখীন হতেন ফলে অফিসের কাজ তিনি বাড়িতে নিয়ে আসতেন। যার জন্যে বাড়ির লোককেও সময় দিতে পারতেন না আর তাই বাড়ির লোকেরাও অশান্তি করতেন। ফলে তিনি কোথাও সুখী ছিলেন না।

smiley-2979107_1920_0.jpg

একদিন তিনি এক সাধুবাবার খোঁজ পেলেন, যিনি নাকি সবার সব সমস্যার সমাধান দেন। তিনি একদিন গেলেন তার কাছে। তিনি তার সমস্যা খুলে বললেন। তিনি বললেন যে, আমার নীচের কর্মীরা ওপরে উঠে যাচ্ছে কিন্তু আমি এতো পরিশ্রম করার পরেও আমার কোনো উন্নতি হচ্ছে না। তখন সাধুবাবা বললেন যে, তুমি একদিন আমার আশ্রমে এসো। কিছুদিন পর ওই ভদ্রলোক সাধুবাবার আশ্রমে গেলেন। সাধুবাবা বললেন ওই যে আমার কুকুর বাঁধা আছে ওকে খুলে একটু রাস্তা দিয়ে ঘুড়ে এসো। তিনিও তাই করলেন এবং কিছুক্ষণ পর ফিরে এলেন। তখন সাধুবাবা জিজ্ঞাসা করলেন, কে বেশি ক্লান্ত হয়েছে তুমি নাকি ওই কুকুরটা? তখন ভদ্রলোক বললেন যে, কুকুরটা। কারণ ও বারবার করে একদিক ওদিক দৌড়ে যাচ্ছিলো। অন্য কুকুর দেখলে ঘেউ ঘেউ করছিলো আর মানুষ দেখলে ওই দিকে চলে যাচ্ছিলো আবার আমার কাছে ফিরে আসছিলো। আমি তো শুধু ওকে ধরে হেঁটে গেছি। সব শুনে সাধুবাবা বললেন যে, তাহলে বুঝতে পারছো তো, কুকুরটা সব বিষয় নিয়ে ভাবছে। যেমন তুমি তুমি তোমার লক্ষ্যের থেকে বেশি মন দিচ্ছো কে কি করছে, কার উন্নতি হচ্ছে, কে কি ভাবছে সেই দিকে তুমি বেশি ভাবছো। তোমার লক্ষ্য থাকলেও সেটা স্থির নয়, এই কুকুরটার মত।

woman-2667455_1920_0.jpg

জীবনে আমাদের আশেপাশে এমন অনেক জিনিসই ঘটবে যা আপনাকে লক্ষ্যভ্রষ্ট হতে বাধ্য করবে কিন্তু আপনি যদি নিজের লক্ষ্যের প্রতি দৃঢ় হোন তাহলে জীবনে সাফল্য আসবেই। সুস্থ থাকুন, ভালো থাকুন।

 

 

এই বিষয়ে  আরও বিশদে জানতে আমরাদের Bengal Fusion চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং নীচে দেওয়া ভিডিওর লিঙ্কটিতে ক্লিক করুন।

অনুলিখন: 
Oindrila Chakraborty
ll