মাথার সামনের চুল ক্রমশ পাতলা হয়ে যাচ্ছে? উপায় রইল হাতের কাছে
অনেক সময় দেখা যায় আমাদের মাথার চুল পড়ছে। হয়তো পেছনদিক থেকে অতটা পড়ছে না কিন্তু সামনেটা ক্রমশ ফাঁকা হয়ে যাচ্ছে। আর সামনেটা ফাঁকা হয়ে গেলে দেখতে একেবারেই ভালো লাগেনা। সে ক্ষেত্রে আমরা অনেকে বাজার চলতি পণ্য ব্যবহার করলেও হয়তো সে ক্ষেত্রে আমরা ফলাফল পায় না মনের মত। তবে প্রাকৃতিক জিনিস ব্যবহার করা সব সময় ভালো। এক্ষেত্রে যদি উপকার না হয় তাহলে অন্তত ক্ষতিটা হবে না। প্রথমেই বলি যাদের সামনের দিকে চুল উঠে যাচ্ছে সেক্ষেত্রে নতুন চুল গজানোর জন্য ক্যাস্টর অয়েল ভীষণ ভাবে ভালো। অনেকে ভুরুতে লাগিয়েও চুল বাড়ায় এই তেল দিয়ে। রাত্রে শুতে যাওয়ার আগে মাথার সামনের অংশে অল্প অল্প করে ক্যাস্টর অয়েল লাগিয়ে শুতে পারেন। আবার কেউ যদি মনে করেন ভিটামিন ই ক্যাপসুলের যে তেল সেটার সঙ্গে মিশিয়েও লাগাতে পারেন ক্যাস্টর অয়েল। নিয়মিত ব্যবহারে ফল অবশ্যম্ভাবি।
আবার যারা তেল ব্যবহার করতে চাইছেন না তাদের জন্য বলি পেঁয়াজের রস কিন্তু নতুন চুল গজাতে ভীষণভাবে উপকারী। পেঁয়াজের রস গোটা মাথায় বিশেষ করে স্ক্যাল্পে ভালো করে লাগিয়ে মিনিট ১৫ রাখলে তারপর হালকা কোনো শ্যাম্পু দিয়ে ধুয়ে নিতে হবে। আবার চুলের জন্য কিন্তু এলোভেরা ভীষণ উপকারী। যাদের এলোভেরা সুট করে তারা কিন্তু এলোভেরা অবশ্যই রস বের করে মাথায় লাগিয়ে নিতে পারেন।
নতুন চুল গজানোর জন্য জবা ফুল কিন্তু ভীষণ ভালো একটি উপাদান। বাজারে জবা ফুলের বিভিন্ন তেল পাওয়া যায় ঠিকই। কিন্তু একটা ফুল কি দুটো ফুল যদি আমরা বেটে সেই পেস্ট মাথার ফাঁকা অংশে লাগিয়ে নিই তাহলে কিন্তু ভীষণ উপকার পাওয়া যাবে। তবে সে ক্ষেত্রে বলে রাখি একটি জিনিস যে কোন ব্যবহার করতে হবে প্রত্যেকদিন। সব কটা জিনিসই যদি আমরা ব্যবহার করে সে ক্ষেত্রে হয়তো উল্টো ফল পাওয়া যেতে পারে।
এমনই বিভিন্ন টিপস পেতে আমাদের চ্যানেল Bengal Fusion Beauty Secret সাবস্ক্রাইব করুন আর নিচের লিংকটি ক্লিক করুন এ ব্যাপারে বিশদে জানতে।