চুলের ডগা ফাটা রোদের ছোট্ট একটি উপায়

 বয়স্ক হোক কিংবা মাঝবয়সী অথবা টিনেজার প্রত্যেকের চুলের সমস্যায় ভীষণভাবে জর্জরিত। আর চুলের ডগা ফেটে যাওয়া ভীষণ স্বাভাবিক একটা ঘটনা। সেক্ষেত্রে ঘরোয়া কিছু পদ্ধতি অবলম্বন করলেই এই সমস্যা থেকে চিরতরে মুক্তি পাওয়া সম্ভব। প্রথমেই বলি যদি চুল ফেটে যায় ডগা থেকে তাহলে চুলের নিচের অংশ একটু একটু করে কেটে নেওয়া ভালো।

people-3104635_1920_0.jpg

 পাশাপাশি সপ্তাহে একদিন করে নারকেল তেলকে ডবল বয়েলিং পদ্ধতিতে গরম করতে হবে। সে ক্ষেত্রে একটি জলের পাত্রের মধ্যে নারকোল তেল বাটিতে নিয়ে ওই জলের পাত্রের উপর রেখে দিতে হবে। সরাসরি নারকেল তেল গরম না করাই ভালো। এবার সেই তেল সন্ধ্যেবেলা মাথার স্কাল্পে ভালোভাবে মেখে নিয়ে এবং চুলের ডগায় ভালোভাবে লাগিয়ে নিয়ে একটা তোয়ালে গরম জলে চুবিয়ে ভালো করে নেংড়ে নিয়ে সেটা গোটা মাথায় বেঁধে রাখতে হবে। এক ঘন্টা মত মাথায় রাখার পর সেটা খুলে ফেলতে হবে।

hair-3419148_1920_0.jpg

 পরের দিন সকালে এক বাটি দই এবং তাতে একটা ডিমের পুরো অংশ ভালোভাবে মিশিয়ে নিয়ে মাথার কাল থেকে চুল পর্যন্ত ভালোভাবে মাখিয়ে রাখতে হবে। এক ঘন্টা মাখিয়ে রাখার পর যে কোন শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলতে হবে গোটা জিনিসটা। এতে মাথার ত্বকেরও পরিবর্তন হবে চুল ফাটার মত সমস্যা থেকেও মুক্তি পাওয়া যাবে।

 ছোট সমস্যা ছোট সমাধান। 

যদি এই বিশদে আরো বেশি জানতে চান তাহলে আমাদের চ্যানেল Bengal Fusion  সাবস্ক্রাইব করুন এবং নিচের লিংকটি ক্লিক করুন।

অনুলিখন: 
Oindrila Chakraborty
ll