আজকাল নবজাতদের প্রায়শই জন্ডিস হয়। কেন হয় এবং এর কি উপায়? | Newborn Jaundice | Dr. A K Manglik |

নবজাতদের প্রায় জন্ডিস হয়। দেখা যায় ৩জনের মধ্যে ২ জন শিশুর এই জন্ডিস হয়। কারণ আমাদের শরীরে যে বিলিরুবিন থাকে সেই বিলিরুবিন 

বাচ্চাদের মধ্যে প্রাপ্তবয়স্কদের তুলনায় অনেক বেশি থাকে, প্রায় ১৮-১৯। ফলে এই বিলিরুবিন প্রাকৃতিক নিয়মে যখন ভাঙে তখন এই জন্ডিস হয়। ফলে এটা খুব স্বাভাবিক ব্যাপার।

bed-g8500e09bb_1920_0.jpg

• মায়ের ব্লাড গ্রুপ যদি পসিটিভ হয় এবং যদি শিশুর ব্লাড গ্রুপ নেগেটিভ হয় তাহলে এই জন্ডিস হওয়ার সম্ভাবনা বেশি থাকে।

• স্তন দুধ থেকেও জন্ডিস হয়। তাবলে এটা ভাববেন না যে বুকের দুধে কোনো সমস্যা আছে। এটা খুব স্বাভাবিক একটা কারণ।

baby-g054d3303f_1920_0.jpg

• আমাদের সবার শরীরেই থাকে জেসিক্সপিডি। এটা যদি বাচ্চার শরীরে কম থাকে তাহলেও জন্ডিস হতে পারে।

• বাচ্চা যদি O+ হয় আর মা A+ বা B+ হয় তাহলেও জন্ডিস হতে পারে।

baby-g0488af1fc_1920_0.jpg

উপায়:

• জন্ডিস খুব বেড়ে গেলে ফটোজেনিক বলে একটা চিকিৎসা হয়। সেটা কিন্তু রোদে বাচ্চাকে রাখলে হবে না। তবে বাড়িতে টিউব লাইটের তলায় রাখলে তাও কিছুটা কাজ দেয়।

light-bulb-gc095275b9_1920_0.jpg

 

সুস্থ থাকুন, ভালো থাকুন। 

এই বিষয়ে  আরও বিশদে জানতে আমরাদের Bengal Fusion চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং নীচে দেওয়া ভিডিওর লিঙ্কটিতে ক্লিক করুন।

অনুলিখন: 
Oindrila Chakraborty
ll