মুখের ত্বকের আদ্রতা কিভাবে বজায় রাখবেন? | JINIA's Tuki Taki | Jinia De |

শীতকাল হোক বা গ্রীষ্মকাল আমাদের মুখের আদ্রতা বজায় রাখাটা ভীষণ প্রয়োজন। ত্বকতে নরম এবং প্রানোচ্ছল রাখতে গেলে মুখের আদ্রতা নিয়ন্ত্রণ করা বা সেটা বজায় রাখাটা ভীষণ দরকার। আর আমাদের সবার পক্ষে সব সময় পার্লারে যাওয়া সম্ভব নয়। তাই ঘরে বসেই ত্বকের আদ্রতা বজায় কিভাবে রাখবেন সেটা আজকে আমরা জানবো।

woman-gd98b4e328_1920_0.jpg

• একটা পাত্রে গাছের অ্যালোভেরা জেল বা বাজার থেকে কিনে আনা অ্যালোভেরা জেল নিয়ে তাই অলিভ অয়েল এবং ভিটামিন-ই ক্যাপসুলের ভিতরের জেল'টা মিশিয়ে সেটা মুখে লাগান। এই মিশ্রণটা রাতে বা দিনে যখন ইচ্ছে লাগাতে পারেন। তবে এই মিশ্রণ লাগিয়ে কখনই রোদে বেরোবেন না। আপনি চাইলে এই মিশ্রণ করে একটা বোতলে ভরে রাখুন। সেখান থেকে রোজ নিয়ে ব্যবহার করুন।

aloevera-g366081fc5_1920_0.jpg

ছোট্ট সমস্যার ছোট্ট সমাধান। সুস্থ থাকুন, ভালো থাকুন। 

 

এই বিষয়ে  আরও বিশদে জানতে আমরাদের Bengal Fusion চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং নীচে দেওয়া ভিডিওর লিঙ্কটিতে ক্লিক করুন।

অনুলিখন: 
Oindrila Chakraborty
ll