মুখমণ্ডলের যে কোন কালো দাগ তুলে দেবে ঘরের তৈরি এই ভিটামিন সি সিরাম
আমাদের প্রত্যেকের মুখেই বিভিন্ন কালো দাগ ছোপ লক্ষ্য করা যায়। সেটা সূর্যের আলো থেকে হতে পারে বা বাইরের ধুলোবালি থেকে হতে পারে। আবার অতিরিক্ত পরিশ্রম বা স্ট্রেস নেওয়ার ফলে মুখে কালো দাগ বেরতে শুরু করে। আর মুখের কালো দাগ তুলতে ভিটামিন সি সিরামের কিন্তু জুরি মেলা ভার। কিন্তু ভিটামিন সি সিরাম যদি আমরা বাইরে থেকে কিনতে যাই সে ক্ষেত্রে দামটা অনেকটা বেশি পড়ে যায়।আবার অনেকের ক্ষেত্রে সেটা মুখের মধ্যে নাও কাজ করতে পারে। কিন্তু ঘরে বানানো শ্রীরাম যদি ব্যবহার করা যায় সেটা ত্বকের জন্য অনেকটা বেশি উপকারী হবে। হয়তো বাইরের সিরামের মত অতটা সুন্দর দেখতে হবে না কিন্তু তার কার্যকারী ক্ষমতা বাইরের সিরামের দ্বিগুণ হবে। সেই জন্য প্রথমেই আমাদের যেটা নিতে হবে সেটা হল কয়েকটা ভিটামিন সি ওষুধ।
দোকানে কিনতে গেলে হয়তো দশটার কমে দেবে না। তাই পাঁচটা ভিটামিন সি ওষুধ নিয়ে ভালো করে সেটাকে গুঁড়ো করে নিতে হবে। একদম ধুলো হয়ে গেলে তারপর তার মধ্যে সামান্য গ্লিসারিন মিশিয়ে নিতে হবে। সেই সঙ্গে এক চামচ গোলাপ জল। তারপর তাতে দিয়ে দিতে হবে ভিটামিন ই ক্যাপসুল এর ভেতরের তেলটা। এবার পুরো মিশ্রণটাকে ভালোভাবে মিক্স করে নিয়ে একটা কাচের বয়ামের মধ্যে রেখে দিতে হবে। প্রত্যেকদিন রাতে শুতে যাওয়ার আগে মুখ ভালোভাবে কোন ফেসওয়াশ দিয়ে ধোয়ার পর এই ভিটামিন সি সিরাম মুখে ভালোভাবে মুখে নিতে হবে। দেখবে এক সপ্তাহের মধ্যেই ফলাফল হাতের মধ্যে এসে গেছে। মুখের যেকোনো ধরনের কালো দাগ ছোপ ,ট্যান, ব্লেমিস সবকিছু থেকে মুক্তি দেবে এই ভিটামিন সি সিরাম।
এমনই বিভিন্ন উপকারী তথ্য পেতে আমাদের চ্যানেল Bengal Fusion Beauty Secret সাবস্ক্রাইব করুন এবং নিচের লিঙ্কটি ক্লিক করুন।