এবার ঘরেই বানিয়ে নিন ফেসিয়াল সিট মাস্ক
বর্তমানে ত্বকের পরিচর্যায় অনেকেই ফেসিয়াল সিট মাস্ক ব্যবহার করেন। আর ত্বকের জন্য এটা সত্যিই ভীষণ ভালো। তবে বাজার থেকে যে সিট মাস্ক কিনে আনা হয় সেটা একবার ব্যবহার করার পরেই ফেলে দিতে হয়। আর সেক্ষেত্রে প্রত্যেকটা সিট মাস্কের কম করে ৭৫ টাকা দাম হয়। কিছু ক্ষেত্রে আবার তার দাম ১০০ টাকার বেশিও হয়। তাই একবার ব্যবহার করে দেওয়ার পর সেটা ফেলে দিতে খুবই গায়ে লাগে। কিন্তু বাড়িতেই যদি সিট মাস্ক বানিয়ে নেওয়া যায় তাহলে!
সব থেকে ভালো হয় যদি কোন সাদা পাতলা কাপড় অথবা ধুতি মুখের মাপে কেটে নিয়ে সেটাকে সিট মাস্কের মতন ব্যবহার করতে। অনেকে তুলো ব্যবহার করতে পারেন তবে সেক্ষেত্রে কাপড় সব থেকে ভালো উপাদান। কারণ একটা কাপড় বারবার ব্যবহার করা যায়। আর তাতে যেকোনো ধরনের ফলের রস ব্যবহার করা যায়।
সিট মাস্ক সাধারণত ত্বক হাইড্রেট করতে ব্যবহার করা হয়। মনে করুন আপনি কোন অনুষ্ঠানে যাবেন সারাদিনের ক্লান্তির ছাপ দূর করতে এটা সবথেকে ভালো মাধ্যম। তবে বাড়িতে ব্যবহার করা সিট মাস্ক আরো ভালো হবে ত্বকের জন্য। মনে করুন আপনি একটি শশাকে ভালোভাবে কুঁড়ে নিয়ে তার রসটা বের করে নিলেন। তারপর সেটাকে ওই কাপড়ের মধ্যে ভিজিয়ে রাখুন তারপর সেটাকে ফ্রিজে রেখে দিন। যখন অর্পিতা ব্যবহার করবেন ফ্রিজ থেকে বের করে সামান্য রসটা নিগড়ে নিয়ে সেটাকে মুখের মধ্যে লাগিয়ে নিন। এক্ষেত্রে আপনি যে কোন ধরনের ফল ব্যবহার করতে পারেন। অথবা কোনদিন মনে করলে রাইস ওয়াটার বা চাল ভেজানো জল কোনদিন গ্রিন টি ব্যবহার করতে পারেন। তবে পছন্দটা একেবারেই আপনার ওপর কোন ধরনের রস আপনি মুখের মধ্যে লাগাতে চাইছেন।
এ ব্যাপারে বিশদে জানতে নিচের লিংকটি ক্লিক করুন। একই সঙ্গে আমাদের চ্যানেল Bengal Fusion Beauty Secret সাবস্ক্রাইব করুন।