সবার জন্য ঘরে তৈরি অর্গানিক ফেসওয়াস

বর্তমানে আমরা অনেকেই কেমিক্যাল কে দূরে সরিয়ে অর্গানিক জিনিস বেছে নিই। এই সমস্ত জিনিস ত্বকের জন্য ভীষণ উপকারী হয়। বিশেষ করে মুখের ত্বকের জন্য ফেসওয়াশ হিসেবে অনেকেই অর্গানিক ফেসওয়াশ বাজার থেকে কিনে নিই। কিন্তু সেগুলি কি সঠিক মাত্রায় অর্গানিক? কারণ তার মধ্যেও থাকে অধিকাংশ কেমিকাল। আবার যদি সত্যিকারের অর্গানিক জিনিস ব্যবহার করে সেক্ষেত্রের দামটা অনেকটাই বেশি পড়ে যায়। কিন্তু ঘরেই যদি অর্গানিক ফেসওয়াশ তৈরি করে ব্যবহার করা যায় তাহলে! আজকে তেমনি এক উপায় বলবো আপনাদের।

woman-g1e795a921_1280_0.jpg

 এমন কিছু উপাদান যা খুব সহজেই আমরা বাড়ির মধ্যে তার রান্না ঘরে পেয়ে যাই। প্রথমে যেটা লাগবে সেটা হল ব্যাসন। তারপর তাদের সামান্য দিতে হবে মুলতানি মাটি। এর গুরুত্ব নতুন করে বলার কিছু নেই। এর পাশাপাশি যোগ করে নিতে হবে চন্দনের পাউডার। বাজারে প্রচুর চন্দনের পাউডার পাওয়া গেলেও সঠিকটাই বেছে নিতে হবে। এরপর লাগবে সামান্য কস্তুরী হলুদ। সমস্ত জিনিসটা মিশিয়ে নিয়ে একটা কাচের শিশির মধ্যে রেখে দিতে হবে পাউডার অবস্থা।

toner-g90e466fec_1280_0.jpg

 আর প্রত্যেকবার যখন মুগ্ধ তখন কেমিক্যাল ফেসওয়াশ এর পরিবর্তে এই জিনিসটা ব্যবহার করতে হবে। সে ক্ষেত্রে কেউ জল কিংবা গোলাপ জল দিয়েও ব্যবহার করতে পারেন আবার কেউ ইচ্ছে হলে শসার রস, আলুর রস, টমেটোর রস অথবা কাঁচা দুধ দিয়েও ব্যবহার করতে পারেন। সব ক্ষেত্রেই উপকার হবে দারুন। আর বাজারের অর্গানিক ফেসওয়াস এর থেকে ঘরের তৈরি এই অর্গানিক ফেসওয়াস নিয়মিত ব্যবহারে ত্বকের পরিবর্তন নজরে আসবে।

 

 এমনই বিভিন্ন ধরনের টিপস পেতে আমাদের চ্যানেল Bengal Fusion Beauty Secret সাবস্ক্রাইব করুন এবং নিচের লিংকটি ক্লিক করুন।

অনুলিখন: 
Oindrila Chakraborty
ll