ঘরে বসে খুব সহজেই বানিয়ে নাও ওভার নাইট ন্যাচারাল গ্লো জেল কেন এবং কিভাবে?

 অনেকেই আমরা ভাবি এমন কিছু থাকলে ভালো করে একটা মেখে ত্বক ভালো থাকতো আর মুখের সমস্ত দাগ ছোপ দূরে চলে যেত। বাজার থেকে কেনা ক্রিম গুলি বেশিরভাগ কেমিক্যাল দিয়ে তৈরি হয়। আর না হলে হয় মারাত্মক দামি। যেগুলি সহজে পাওয়া যায় না।

girl-336964_1920_0.jpg

 কিন্তু ঘরোয়া পদ্ধতির মধ্যে যদি ন্যাচারাল গ্লো জেল বানিয়ে নেওয়া যায় তাহলে খরচ সামান্য হবে এবং ত্বক সুন্দর হবে। এবার বলি কিভাবে বানিয়ে ফেলবে এই জেল। বড় টমেটো হলে একটা চতুর্থাংশ আর ছোট টমেটো হলে হাফ নিয়ে ভালো করে রসটা বের করে নিতে হবে। এবার তাতে এক চামচ এলোভেরা জেল আর দুটো ভিটামিন ই ক্যাপসুল এর ভেতরের তেলটা মিশিয়ে নিয়ে ভালো করে তৈরি করে নিতে হবে জেল।

tomatoes-1561565_1920_0.jpg

 একটা কাঁচের বয়ামে ভরে সেটা ফ্রিজে রেখে দিলেই অনেকদিন পর্যন্ত থাকবে। রাতে শোয়ার আগে মুখটা ভালো করে ফেসওয়াশ দিয়ে ধুয়ে তারপর এই জেল মুখে লাগিয়ে নিতে হবে। ভালো করে মেসেজ করে ত্বকের সঙ্গে মিশিয়ে নিতে হবে। আবার পরে দিবে মুখের যাবতীয় বলিরেখা দাগ সব মিলিয়ে যেতে শুরু করেছে।

সুস্থ থাকুন ভালো থাকুন।

এমনই বিভিন্ন জিনিস সম্পর্কে জানতে আমাদের চ্যানেল Bengal Fusion Beauty Secret চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর নিচের লিংকটি ক্লিক করুন।

অনুলিখন: 
Oindrila Chakraborty
ll