মুখমন্ডলের কালো ছোপ দূর করতে ঘরেই তৈরি করে নিন ভিটামিন সি সিরাম। দেখুন এক মাসেই ফল পাবেন

 মুখে এমন কিছু দাগ থাকে যেগুলি কোন কিছু ভাবেই ওঠে না। হাজার চেষ্টা করলেও সেগুলি যেন জেদি দাগে পরিণত হয়। কোন কিছু করেই যখন উঠছে না তখন মন ভেঙে যায়। মনে হয় কি করলে এই দাগ দূর হবে। তবে সব সময় বাইরের বিপণ দ্রব্যের থেকে ঘরোয়া জিনিসের উপরেই ভরসা রাখা ভালো। আর ডাকছো দূর করার জন্য সবথেকে ভালো ভিটামিন সি সিরাম। ঘরোয়া পদ্ধতিতে তৈরি কিছু সিরাম যেগুলি চটজলদি মুখের যে কোন কালো দাগ দূর করতে সাহায্য করে।

face-cream-3875673_1920_0.jpg

 বাইরের জিনিস আর ঘরে তৈরি করা ভিটামিন সি একরকম হবে না। তবে কার্যকারিতার দিক থেকে ঘরে তৈরি জিনিসই সব সময় বেশি উপকারী হয়। আর ভিটামিন সি সিরাম বাড়িতে বানাতে খরচা অনেক কম হয়।

 প্রথমে নিতে হবে ভিটামিন সি ক্যাপসুল পাঁচটা মত। প্রথম অবস্থাতে ওগুলো ভালো করে ভেঙে গুঁড়ো করে নিতে হবে। তারপর সেটার মধ্যে মিশিয়ে নিতে হবে এক চামচ গ্লিসারিন। সেই সঙ্গে দুচামচ গোলাপ জল আর একটা ভিটামিন ই ক্যাপসুল এর ভেতরের তেল। সম্ভব হলে দু চামচ এলোভেরা জেল। সবটা ভালোভাবে মিশিয়ে নিয়ে খুব ভালো।  ক্রিম জাতীয় একটা ব্যাপার এলে একটা কৌটো বা শিশির মধ্যে ভরে রেখে দিতে হবে ফ্রিজের মধ্যে।

aloe-2163120_1920_0.jpg

 রোজ রাতে ঘুমোতে যাওয়ার আগে মুখটা ভালোভাবে ধুয়ে নিয়ে তারপর সেটা গোটা মুখে লাগিয়ে শুয়ে পড়তে হবে। এক সপ্তাহ যেতে না যেতেই তুমি তোমার ফলাফল  হাতেনাতে পাবে। তাহলে এমনই ঘরোয়া পদ্ধতি ব্যবহার করে খুব সহজে আমরা জেদি দাগকে দূর করতে পারি। সুস্থ থাকুন ভালো থাকুন। 

এমনই বিভিন্ন তথ্য বিশদে জানতে আমাদের Bengal Fusion Beauty Secret  চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং নিচে দেওয়া ভিডিওর লিংকটি ক্লিক করুন।

অনুলিখন: 
Oindrila Chakraborty
ll