নারী-পুরুষ সব চুলের জন্য হেয়ার সিরাম

 চুলের যত্নে বর্তমানে সিরাম ভীষণ উপকারী একটি জিনিস হয়ে উঠেছে। নারী পুরুষ উভয় ক্ষেত্রেই তারা ব্যবহার করে থাকেন বিভিন্ন ধরনের হেয়ার সিরাম। যেগুলি অনেক ক্ষেত্রে আমাদের চুল পড়া আটকাতে সাহায্য করে নতুন করে চুল গজাতে শুরু করে। তবে অধিকাংশ ক্ষেত্রেই এদের দাম থাকে মারাত্মক বেশি। বিভিন্ন কোম্পানির হলেও দামের ক্ষেত্রে কিন্তু সবাই প্রায় সমান। কিন্তু এই জিনিসটাই যদি বাড়িতে বানিয়ে নেওয়া যায়? তাহলে এর উপকারী গুণ আরো বেশি ভালো হবে।

hair-6361068_1920_0.jpg

 তাই বাড়িতেই উপকারী শ্রীরাম তৈরি করতে ভীষণ সামান্য কতকগুলি জিনিস আমাদের লাগবে। প্রথমেই যেটি লাগবে সেটি হল  দু চামচ ফ্লেক্স সিড। বর্তমানে অনেকেই পরিচিত এই বীজের সঙ্গে। সেই সঙ্গে আমাদের নিতে হবে দুচামচ মেথি এবং দু চামচ চাল। সে ক্ষেত্রে চাল এবং মেথি আগে থেকে ভালোভাবে ধুয়ে ধুলোটাকে বের করে নিতে হবে। তারপর নিতে হবে একটা গোটা এলোভেরা গাছের পাতা। এখানে শুধুমাত্র যে এলোভেরা জেল কাজে লাগবে এমনটা নয়। তাই পাতার সামনের হলুদ অংশ কেটে নিয়ে গোটা পাতাটা কিন্তু টুকরো টুকরো করে নিয়ে একটা পাত্রে নিতে হবে।এরপর যেটা লাগবে সেটা হল জল সেক্ষেত্রে যাদের ফিল্টার রয়েছে ফিল্টারের জল ব্যবহার করতে পারেন। আর যাদের বাড়িতে ফিল্টার নেই তারা বাইরে থেকে ফটো জলের বোতল কিনে নিতে পারেন। এবার সম্পূর্ণ মিশ্রণটি একসাথে করে কিছুক্ষণ ফোটাতে হবে। তবে বেশি ফোটালে হবে না। যখন একটা থকথকে ব্যাপার চলে আসবে তখন একটা ছাকনি অথবা কাপড়ের মধ্যে রেখে ভালোভাবে গোটা জিনিসটা গরম থাকতে থাকতে ছেকে নিতে হবে। ঠান্ডা হয়ে গেলে কিন্তু এটা আর ছাকা যাবে না। এবার ওই যে সিরাম আমরা পেলাম সেটাকে গোটা মাথায় ভালোভাবে লাগিয়ে রাখতে হবে  এক থেকে দেড় ঘন্টা। এটা একসঙ্গে যেমন চুল পড়া আটকায় তেমনি চুল গোড়া থেকে মজবুত করতে সাহায্য করেএবং নতুন চুল গজাতে ও সাহায্য করে।

cream-3981206_1920_0.jpg

 তারপরে শ্যাম্পু জল দিয়ে মাথাটা ধুয়ে ফেলতে হবে। সপ্তাহে অন্তত একবার দুদিন এটা ব্যবহার করলেই ভীষণ উপকারী ফল পাওয়া যাবে। 
 

এমনই বিভিন্ন তথ্য পেতে আমাদের চ্যানেল Bengal Fusion Beauty Secret  চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং নিচে লিঙ্কটি ক্লিক করুন।

অনুলিখন: 
Oindrila Chakraborty
ll