এই শীতে ঘরেই বানিয়ে নিন ফেয়ারনেস ক্রিম
ত্বকের পরিচর্যা সারা মাসই প্রয়োজন। তবে কিছু ক্ষেত্রে শীতকালে আমরা একটু বেশি যত্ন নিয়ে থাকি ত্বকের জন্য। কারন শীতকালে আমাদের ত্বক একটু বেশি রুক্ষ হয়ে যায়। আবহাওয়ার পরিবর্তনের সঙ্গে সঙ্গে আমাদের ত্বকে একটা কালচে ছোঁপ দেখতে পাওয়া যায়। আমরা যারা খুব একটা কালো নই তাদেরও ত্বকে একটা কালো পরদ পড়ে যায়। তবে বরাবরের মতো আমি ঘরোয়া পদ্ধতিতে ভরসা রাখার কথা বলব। বাইরের কেমিক্যাল যত পদার্থ যত ত্বকে কম ব্যবহার করা যায় ততই ভালো। আজ বলবো কম খরচে ফেয়ারনেস ক্রিম যা ঘরেই বানিয়ে নেওয়া যাবে খুব তাড়াতাড়ি।
প্রথমেই যেটা লাগবে সেটা হলো চিনা বাদাম। আমরা মুড়ির সঙ্গে বা বাসের ট্রেনে যেতে যেতে অনেকেই চিনা বাদাম খাই। এবার সেই চিনা বাদাম কেই কাজে লাগাবো ত্বকের পরিচর্যায়। তবে এক্ষেত্রে বাদামটা কাঁচা হতে হবে। কাচা বাদাম একমুঠো মতন নিয়ে সেটাকে এক ঘণ্টা থেকে দেড় ঘন্টা জলে ভিজিয়ে রাখলে বাদামের লাল খোসাটা খুলে যাবে। এবার ওই বাদামটাকে জল থেকে তুলে নিয়ে সঙ্গে ভালো করে মিক্সিতে পেস্ট করে নিতে হবে। তার সঙ্গে মিশিয়ে নিতে হবে বাড়ির চন্দন কাঠ থেকে তৈরি চন্দন। তবে যদি কারো সমস্যা হয় সে ক্ষেত্রে চন্দন পাউডার ব্যবহার করতে পারেন।
প্রতিদিন নিয়ম করে যদি এই ক্রিম মুখে লাগানো যায় এবং কিছুক্ষণ রেখে হালকা উষ্ণ জল দিয়ে ধুয়ে ফেলা যায় তাহলে খুব সহজেই নজরে পড়বে ত্বকের পরিবর্তন। এক্ষেত্রে বলে রাখি যাদের অতিরিক্ত তৈলাক্ত ত্বক বা দুধে সমস্যা রয়েছে সেক্ষেত্রে তারা দুধের পরিবর্তে জল ব্যবহার করতে পারে। সেই সঙ্গে মুলতানি মাটি ব্যবহার করতে পারেন। আবার যাদের রুক্ষ ত্বক তারা মুলতানি মাটি কিছুতেই ব্যবহার করবে না। বাকি উপকরণ এক থাকবে। প্রত্যেকদিন ব্যবহারই ফলাফলটা চোখে পড়বে।
এ ব্যাপারে বিশদে জানতে নিচের লিংকটি ক্লিক করুন সেই সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল Bengal Fusion Beauty Secret.