ডিম ছাড়া কেক বানানোর সহজ উপায়। | JINIA's Tuki Taki | Jinia De |
কেক খেতে আমরা ছোট থেকে বড় সকলেই খুব ভালোবাসি। ক্রিম কেক, ফ্রুট কেক, চকলেট কেক বিভিন্ন ধরনের কেক আমরা আমাদের জীবনের অনেক ভালো ভালো উপলক্ষে উদযাপনের জন্য কেটে থাকি। কিন্তু অনেকেই আছেন যারা ডিম খেতে পছন্দ করেন না অথবা সম্পূর্ণ নিরামিষাশী। ফলে তারা কি তাহলে ডিমের জন্য কেক খেতে পারবেন না! একদমই তা নয় আজকে আমরা জানবো ডিম ছাড়া কেক বানানোর সহজ এবং ঘরোয়া উপায়।
• কেকে যা যা মিশ্রণ দিতে হয় তা সবই দিন, কিন্তু শুধু ডিমের বদলে তার জায়গায় একটু দুধ আর কনফ্লাওয়ার মিশিয়ে নিন। তারপর যেভাবে কেক বানায় সেই ভাবেই বানান। আপনার কেক ডিম ছাড়া অসম্ভব সুস্বাদু হবে এবং সেই কে আপনি আপনার সকল প্রিয়জনের সাথে আনন্দ করে খেতেও পারবেন।
ছোট্ট সমস্যার ছোট্ট। সমাধান
এই আরও বিশদে জানতে আমরাদের Bengal Fusion চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং নীচে দেওয়া ভিডিওর লিঙ্কটিতে ক্লিক করুন।