ত্বকের মৃত কোষ দূর করুন ম্যাজিক ফর্মুলায়, বাড়িতেই বানিয়ে নিন বডি ওয়াশ
বডি ওয়াশ আমাদের নিত্য ব্যবহারের এক গুরুত্বপূর্ণ উপাদান। অনেকেই আমরা বিভিন্ন কোম্পানির বডি ওয়াশের ওপর ভরসা করে থাকি। আমাদের ত্বক পরিষ্কার করার পাশাপাশি সেগুলোর সুন্দর গন্ধেও আমরা ভক্ত হয়ে উঠি। তবে অধিকাংশ ক্ষেত্রেই ভালো বডি ওয়াশ পেতে গেলে একটু বেশি পয়সা খরচ করতে হয়। কিন্তু বাড়িতেই যদি ঘরোয়া উপাদান দিয়ে একেবারে ম্যাজিক বডি ওয়াশ তৈরি করা যায় তাহলে!
আর তার কাজ বাজার থেকে কেনা বডি ওয়াশের থেকে দ্বিগুণ ভালো। তার জন্য লাগবে কয়েকটা সামান্য উপাদান। প্রথমে যেটা লাগবে সেটা হল কমলা লেবুর খোসা। কমলালেবু বর্তমানে যে শুধু শীতকালে পাওয়া যায় এমনটা নয় সারা বছরই টুকটাক পাওয়া যায়। তাই কমলালেবুর খোসাটাকে ভালো করে শুকনো করে নিয়ে গুরিয়ে নিতে হবে। এরপর যেটা লাগবে সেটা হল ওটস। যতটা পরিমাণ কমলালেবুর খোসার গুঁড়ো নিচ্ছি ততটা পরিমাণে ওটস নিতে হবে। এরপর লাগবে কিছু আমন্ড বাদাম। সেই সঙ্গে লাগবে গোলাপের শুকনো পাপড়ির গুঁড়ো। যদি কেউ মনে করেন তাহলে বাজার থেকে গোলাপের শুকনো পাপড়ির গুঁড়ো কিনতে পাওয়া যায় সেটাও নিতে পারেন। আবার কেউ চাইলে গোলাপ ফুলের পাপড়ি রোদে শুকিয়ে সেটাকে গুড়ো করে নিতে পারেন। প্রত্যেকটা উপাদানকেই মিক্সিতে ভালোভাবে গুঁড়িয়ে নিয়ে বহু দিতে পারেন স্টক করে। এবার অল্প অল্প করে মিশিয়ে জল দিয়ে ভালোভাবে স্ক্রাবার হিসেবে বডি ওয়াশের মতন ব্যবহার করুন। প্রত্যেকবারের ব্যবহারেই নতুন নতুন তফাৎ চোখে পড়বে ত্বকে। তাই পরিষ্কার হবে সেই সঙ্গে দূর হবে ত্বকের মৃত কোষ। একেবারে ঝলমল করবে ত্বক।
এইরকমই বিভিন্ন টিপস পেতে আমাদের চ্যানেল Bengal Fusion Beauty Secret সাবস্ক্রাইব এবং নিচের লিংকটি ক্লিক করুন।