দাম্পত্য সম্পর্ক মধুর এবং সুন্দর রাখার জন্যে কিছু অসাধারণ টিপস রইলো। | Social Awareness | Bidhan Saha |

আমাদের জীবনে অনেক ধরণের সম্পর্ক থাকে, যার মধ্যে সবচেয়ে সুন্দর এবং মধুর সম্পর্ক হলো স্বামী-স্ত্রীর সম্পর্ক। এই স্বামী-স্ত্রীর সম্পর্ক হলো একটা গাছের মতো একটু একটু করে যত্ন নিয়ে গড়ে ওঠে। কিন্তু বেড়ে ওঠার পর যদি সেই সম্পর্ককে আর সময় না দেওয়া হয় বা ভালোবাসা, স্নেহ না দেওয়া হয় তাহলে সেই সম্পর্ক গাছের মতোই মরে যায়। তাই প্রতিটা সম্পর্কের মতোই এই সম্পর্ককেও বাঁচিয়ে রাখার জন্যে কিছু অসাধারণ টিপস জেনে নিন।

• পাশাপাশি থাকা বা কাছাকাছি থাকার অর্থ এই নয় যে, আমরা এক সাথে আছি। যদি মন থেকে আমরা কাছাকাছি থাকি তবেই সেটা প্রকৃতি অর্থে কাছাকাছি থাকা নাহলে পাশে শুয়েও দুটো মানুষ দুই গোলার্ধের মনে হতে পারে। বর্তমান জীবনে আমরা সবাই ব্যস্ত এবং এখন আমরা বাড়ি ফিরেই মনে হয় খেয়ে-দেয়েই বিছানা ঘুমাতে যাই। একে অপরকে সময় দেওয়ার মতো সময় থাকে না। হয়তো মনে হয় যে, কাল রবিবার কাল একটু গল্প করবো কিন্তু দেখা গেলো রবিবার সকালটা ঘুম থেকে উঠেই এমন ভাবে শুরু হলো যে, কোনো গল্প-আড্ডা কিছুই করা হলো না। তাই কালকের জন্যে অপেক্ষা না করে, আজকেই রাতে খাবার টেবিলে বসে আপনার সমস্ত দিনের গল্প আপনার সামনের মানুষটাকে উজাড় করে দিন। একটা সময়ের পর দেখবেন আপনাকে আর জোর করে গল্প করতে হচ্ছে না, নিজে থেকেই গল্প বেরিয়ে আসছে।

couple-g00af00a9c_1920_1_0.jpg
হাতে হাত রাখুন অক্ষরিক অর্থে যাকে হাতে হাত রাখা বলে। একটা গবেষণায় দেখা গেছে যে, একশো জনকে তার সঙ্গীর হাতে হাত রাখতে বলা হলো এবং মুখে কোনো কথা বলতে বারণ করা হলো। এই পরীক্ষায় দেখা গেছে যে, ৭৫% মানুষের সঙ্গী শুধু তাদের হাতে হাত রাখার ধরণ দেখে বুঝতে পেরেছেন যে, তারা কি চায়। এই গবেষণা থেকে এটা বোঝা যায় যে, শুধুমাত্র একটু স্পর্শ আমাদের মধ্যে যে সঞ্চালনের নের সৃষ্টি করে সেটাই আমাদের অনুভব করতে শেখায় সামনের মানুষের মনের কথাটা। সারাদিনের জন্যে বেরোনোর আগে একে অপরকে যদি একটু স্পর্শ করে বেরোনো যায় তাহলে সারাদিন তার রেশ থেকে যায় মনে। কোনো কিছু জোর করে চাপিয়ে দেবেন না আপনার সঙ্গীর ওপর। যেমন, আপনার হয়তো ছোট চুল পছন্দ কিন্তু আপনার সঙ্গিনীর লম্বা চুল ভালোলাগে। আপনি তাকে জোর করে চুল কাটতে বলবেন না। অন্যদিকে আপনার হয়তো ক্লিন শেভ পছন্দ কিন্তু আপনার সঙ্গীর সেটা ভালো লাগে না। তাই আপনি তাকে জোর করে ক্লিন শেভ করতে বলবেন না। অর্থাৎ, পোশাক-আশাক নিয়ে কোনো ব্যক্তিগত রুচি আপনি চাপিয়ে দেবেন না।

couple-ge026d80d3_1920_0.jpg

কিছু দিন কাটলেই সম্পর্কটা একটু ফিকে হয়ে যায়। কারণ আমরা খোঁজ-খবর নেওয়া কমিয়ে দিই। কিন্ত চেষ্টা করুন নিয়মিত তার খোঁজ খবর নেওয়ার। দুপুরে খেয়েছে কিনা বা টিফিন বাক্সটা নিয়েছে কিনা। সারাদিনে একটা ফোন আপনাকে অনেকটা তরজা করে তুলতে পারে। অথবা, নিজের ঘরের আসবাব-পত্র গুলো একটু সরিয়ে নতুন করে গোছান। যখন সে সারাদিন পর বাড়িতে ফিরবে তখন সে এসেই চমকে যাবে। মাঝে মাঝে তাকে উপকার দিয়ে চমকে দিন। সব সময় যে দামি উপহার দিতে হবে তা নয় কিন্তু ছোট ছোট উপহার দিন তাকে। সারাদিন পর যখন সে ফিরবে আপনি নিজে গিয়ে দরজা খুলুন। এগুলো সাতদিন টানা করুন। দেখবেন সব কিছু অনেকটাই বদলে গেছে।

couple-gdbda18a13_1920_0.jpg
সুস্থ থাকুন, ভালো থাকুন। 

 

এই বিষয়ে  আরও বিশদে জানতে আমরাদের Bengal Fusion চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং নীচে দেওয়া ভিডিওর লিঙ্কটিতে ক্লিক করুন।

অনুলিখন: 
Oindrila Chakraborty
ll