বিবাহ বহির্ভূত সম্পর্ক কেন হয়? | মনোবিদ কি বলছেন | Extramarital Affairs | Mental Health Awareness |

বর্তমান পৃথিবীতে আমাদের হাতে যোগাযোগের মাধ্যম অনেক বেশি। এই অত্যাধুনিক যোগাযোগের ফলে আমরা খুব সহজেই মানুষের দিকে আকৃষ্ট হই। আসলে আমাদের কাছে অপশন অনেক বেশি এখন আর তাই আমরা সহজেই বিক্ষিপ্ত হয়ে পরি। সংসারে যদি মানিয়ে নেওয়ার সমস্যা থাকে বা যদি জীবন সঙ্গীর সাথে যদি কোনো রকম সমস্যা তৈরী হয়, তাহলে আমরা খুব সহজেই বাইরে সেই শান্তি খুঁজে শুরু করি। কিন্তু একটু ভেবে দেখুন তো এটা কি ঠিক!

couple-g19addc643_1920_0.jpg

• আমরা কিন্তু ভুলে যাই যে আমরা বাইরে যে মানুষটাকে দেখছি সে কিন্তু আদতে বাড়িতে তেমন নয়। আপনার স্বামী বা স্ত্রী বাড়িতে ঠিক যেমন তেমনই কিন্তু সেই মানুষটাও। আপনি যদি শ্রীদেবীকে বিয়ে করেন তাহলেও তাকে সকালে উঠেছে দাঁত মাজাতে, বাড়ির জামা কাপড়ে দেখতে ভালো লাগবে না। আমরা ভুলে যাই যে আমরা বাইরে যাকে দেখছি সেটা তার সবচেয়ে সুন্দর এবং পরিপাটি একটা রূপ, আদতে সে রোজকার জীবনে তা নয়।

people-gb3c6b0bab_1920_0.jpg

• অনেকের ক্ষেত্রে দেখা যায় নতুনত্বের স্বাদ পেতে পেতে সে একটার পর একটা সম্পর্কে জড়িয়ে পড়ে এবং তার বিবাহিত জীবনটা নষ্ট হয়ে যায়।

• অনেকের ক্ষেত্রে শারীরিক চাহিদা জীবন সঙ্গীর থেকে না পূরণ হলে বাইরে নতুন নতুন সম্পর্ক তৈরী করে থাকে এই চাহিদা পূরণ করার জন্যে। এমনও অনেক সময় দেখা যায় যে, তার সঙ্গী জানে যে, তার স্বামী বা স্ত্রী বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়ে আছে তবু সে সংসারে অশান্তি হবে ভেবে কিছু বলে না। চুপ করে থাকতে থাকতে তার মধ্যে একটা প্রতিশোধ নেওয়ার ভাবনা জেগে ওঠে। অনেক সময় একজন বিবাহবহির্ভূত সম্পর্কে থাকছে জেনে আরেক জন তার থেকে প্রতিশোধ নিতে অন্য সম্পর্কে জড়িয়ে পড়ে। কিন্তু একটু ভেবে দেখুন তো এগুলো কি ঠিক!

message-gbce04a54f_1920_0.jpg

• সংসারে কোনো সমস্যা থাকলে সে বিষয়ে বাড়িতে কথা বলুন। সমস্যার সমাধান খুঁজুন। বাইরের চাকচিক্য দ্রুত মলিন হতে সময় লাগবে না। তাই ভালোলাগতেই পারে কিন্তু সেটা কোনোদিন যেন ভালোবাসা না হয়ে ওঠে। সুস্থ থাকুন, ভালো থাকুন। 

এই বিষয়ে  আরও বিশদে জানতে আমরাদের Bengal Fusion চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং নীচে দেওয়া ভিডিওর লিঙ্কটিতে ক্লিক করুন।

অনুলিখন: 
Oindrila Chakraborty
ll