আগে নিজেকে জানো, যাচাই করে নাও তুমি কি পারো। | মনোবিদ কি বলছেন | Mental Health Awareness | Dr. Kedar Ranjan Banerjee |
আমি কি পারি? আমি কে? এই প্রশ্নগুলোর উত্তর খুঁজে পেলেই আমাদের অনেক সমস্যার সমাধান হতে পারে। কিন্তু আমরা বুঝতেই পারিনা আমাদের মধ্যে কতটা ক্ষমতা আছে! উপরন্তু বাবা মা'রাও সেই ক্ষমতাকে বুঝতে পারেন না। তাই নিজের সন্তানকে তার স্বপ্নের দিকে এগিয়ে দিতে ব্যর্থ হোন বা সন্তানকে বুঝতেই পারেন না। আর তাই শিশুদের মধ্যে যে ক্ষমতা আছে সেটা শিশুও বুঝতে পারে না। আজকে এই বিষয় একটা গল্প শুনবো। আজকের গল্পের নাম— আমি কে?
• একটা জঙ্গলে একটা ছোট্ট বাঘের বাচ্চা ছিলো। আর সেই জঙ্গলেই একদল হরিণ বসবাস করতো। সেই হরিণের দলই ওই বাঘের বাচ্চাটিকে বড়ো করে। বাঘের বাচ্চাটিও হরিণের সাথে থাকতে থাকতে তাদের মতোই হয়ে গেছিলো। হরিণদের সাথেই ঘাস খায়, লাফিয়ে লাফিয়ে দৌড়ায়। একদিন একটা বাঘ ওই হরিণের দলে শিকার করতে এসে দেখলো, একটা ছোট বাঘ ওদের সাথে মিশে রয়েছে। সে সেই বাচ্চা বাঘটিকে বললো, তুই এদের সাথে কি করছিস? তুই তো বাঘ। ছোট বাঘটি বললো, আমি তো এদের সাথেই বড়ো হয়েছি, এরাই আমাকে বড়ো করেছে। তখন অন্য বাঘটি বললো, তুই চল আমার সাথে। ছোট বাঘটি বললো, না আমি এখানেই ভালো আছি, ঘাস খাই আমি এদের সাথেই থাকবো। তখন ওই বড়ো বাঘটা ছোট বাঘটার ঘাড় ধরে নিয়ে গেলো। একটা জলাশয়ের কাছে নিয়ে গেলো, ছোট বাঘটা নিজেকে সেই জলাশায়ের জলে নিজেকে দেখে বললো, আমাকে তো ওদের মত দেখতে না। তখন বড়ো বাঘটি বললো, হ্যাঁ তুই বাঘ, আমাকে দেখ তোর সাথে আমার কত মিল। আর তোর খাদ্য হলো, মাংস, রক্ত।
এই গল্পটার মতোই আপনারা হয়তো আপনাদের সন্তানকে হরিণের মতোই মানুষ করছেন। তার মধ্যে যে বাঘটা লুকিয়ে আছে সেটা খুঁজে বের করুন। সুস্থ থাকুন, ভালো থাকুন।
এই আরও বিশদে জানতে আমরাদের Bengal Fusion চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং নীচে দেওয়া ভিডিওর লিঙ্কটিতে ক্লিক করুন।